For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিপিএমকে এখনও ভালোবাসে মানুষ, কিন্তু আস্থা রাখতে পারছে না! সুর্য দিলেন দাওয়াই

সিপিএমকে এখনও ভালোবাসে মানুষ, কিন্তু আস্থা রাখতে পারছে না! সুর্য দিলেন দাওয়াই

  • |
Google Oneindia Bengali News

মানুষ এখনও ভালোবাসে সিপিএমকে। কিন্তু সিপিএম ক্ষমতা হারানোর পর তাদের প্রতি আস্থা রাখতে পারছে না। মানুষের সেই আস্থা ফিরিয়ে আনতে হবে। বর্ধমানে দলীয় কর্মীদের কাছে সিপিএমের রাজ্য সম্পাদক সুদিন ফেরানোর বার্তা দিলেন। আহ্বান জানালেন, সিপিএমকে ভালোবাসুন, আস্থাও রাখুন। কারণ একমাত্র সিপিএমই প্রকৃত বিকল্প।

সিপিএমকে এখনও ভালোবাসে মানুষ, কিন্তু আস্থা রাখতে পারছে না! সুর্য দিলেন দাওয়াই


বর্ধমানে দলীয় দুই নেতার স্মরণসভায় অংশ নিয়ে সূর্যকান্ত মিশ্র বলেন, মানুষের কাছে যেতে হবে। জিজ্ঞাসা করতে হবে কেন তাঁরা সিপিএমের উপর আস্থা রাখতে পারছেন না। আমাদের দৃঢ় বিশ্বাস, মানুষ আমাদের ভালোবাসেন। কেউ ফেরাবেন না। শুধু তাঁদের কাছে যেতে হবে। তাঁদের ভরসা জোগাতে হবে।

তাঁর কথায়, আমরা ধন্য যে আজও মানুষ আমাদের ভালোবাসছেন। তাঁদের তাই বলতে হবে, আপনারা যদি এতই ভালোবাসেন আমাদের, তাহেল আর একবার আস্থা রেখে দেখুন, আমরা নিরাশ করব না। আবার সুদিন ফিরিয়ে দেব আপনাদের। তাই মানুষের কাছে যান, মানুষের প্রশ্ন শুনুন। তার জবাব খুঁজে বের করুন।

তিনি বলেন, পুরভোট আসন্ন। আমাদের এই ভোটের আগে তৃণমূলবিরোধী ও বিজেপিবিরোধী ভোটকে এক জায়গায় আনতে হবে। আমরা কংগ্রেসের সঙ্গে জোট করে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। তা নিয়েছি শুধুমাত্র তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ লড়াই পৌঁছে দেওয়ার জন্য। আমরা আলোচনা করে নীতি ঠিক করেছি। এবার আসন সমঝোতা করতে হবে।

উল্লেখ্, বিগত লোকসভা নির্বাচনে বা তার আগের পঞ্চায়েতে দেখা গিয়েছে সিপিএমের ভোটব্যাঙ্ক বিজেপিতে চলে গিয়েছে। এখন সেই ভোটব্যাঙ্কই ফিরে পেতে চাইছে সিপিএম। বিজেপি তার পাল্টা দিয়ে জানিয়েছে, মানুষের কাছে আর সিপিএমের গ্রহণযোগ্যতা নেই। তারা আস্থা হারিয়েছেন সিপিএমের প্রতি। সেই আস্থা আর ফিরবে না।

তাপমাত্রা বেড়ে যাওয়ার ইঙ্গিত আবহাওয়ার রিপোর্টেতাপমাত্রা বেড়ে যাওয়ার ইঙ্গিত আবহাওয়ার রিপোর্টে

English summary
Suryakanta Mishra says people love CPM but lost trust. Now CPM would be returned trust of man,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X