বয়সে ছোট হলেও, মাতৃসম! সুষমাকে নিয়ে টুইট সূর্যকান্তের
প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। স্মরণে তিনি, রাজ্যর স্বাস্থ্যমন্ত্রী থাকার সময় কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী পদে সুষমা স্বরাজের থাকার কথা উল্লেখ করেছেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে মাতৃসমা মহিলা বলেও সম্বোধন করেছেন তিনি।

টুইটে সূর্যকান্ত মিশ্র বলেছেন, বয়সে তিনি সুষমা স্বরাজের থেকে তিন বছরের বড়। যেন নিজের বড় বোনের মতোই। সূর্যকান্ত মিশ্র স্মরণ করে বলেছেন, তিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী থাকার সময় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। পরবর্তী সময়ে আরএসএসকে বাদ দিয়ে, তিনি ছিলেন বিদেশ দফতরের দায়িত্বপ্রাপ্ত মাতৃসমা মহিলা। এটাই আনন্দের, বলেছেন সূর্যকান্ত মিশ্র।
Sushma Swaraj born three years after me, had been kind enough to behave as my elder sister. It isn't because she was Union Health Minister when I was a State Minister.Isn't it good to see a motherly lady in charge of MEA without RSS backup?
— Surjya Kanta Mishra (@mishra_surjya) August 6, 2019
My sincerest regards and condolences. pic.twitter.com/H7XAEblL0V