For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

’৭৭-এর মতো একুশেই ফের ক্ষমতায় সিপিএম! তৃণমূলের ভুলের পথে ধরে কামব্যাক, বললেন সূর্যকান্ত

’৭৭-এর মতো একুশেই ক্ষমতায় সিপিএম! তৃণমূলের ভুলের পথে ধরে কামব্যাক, বললেন সূর্য

Google Oneindia Bengali News

২০২১ সালের বিধানসভা নির্বাচন আদপে তৃণমূল কংগ্রেস বনাম বিজেপির লড়াই হিসেবে মনে করছিল রাজনৈতিক মহলের একটা বড় অংশ। কিন্তু সেই ধারণা ভুল প্রতিপন্ন করে ফের ক্ষমতায় ফেরার ডাক দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তৃণমূল ও বিজেপির হারের পিছনে যুক্তিসঙ্গত কারণ দর্শিয়েই তিনি আত্মবিশ্বাসী মন্তব্য করেন।

১৯৭৭-এর মতো ২০২১-এও!

১৯৭৭-এর মতো ২০২১-এও!

সম্প্রতি সূর্যকান্ত মিশ্র আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরে বামফ্রন্ট রাজ্যে আবারও ক্ষমতায় ফিরে আসবে এবং সাম্প্রদায়িক ও শিল্পবিরোধী শক্তি পরাজিত হবে। ফের সুশাসন ফিরবে বাংলায়। তিনি বলেন, ১৯৭৭ সালে যেভাবে কংগ্রেসী শক্তিকে পরাজিত করে বামফ্রন্ট ফিরেছিল ক্ষমতায়, ২০২১-এও সেই আবহ তৈরি।

চ্যালেঞ্জ নিতে সিপিএম প্রস্তুত

চ্যালেঞ্জ নিতে সিপিএম প্রস্তুত

তবে তিনি স্বীকার করে নিয়েছেন, ২০২১ সালের নির্বাচন বামদের পক্ষে আরও বড় চ্যালেঞ্জ হবে। ১৯৭৭ সালে যে চ্যালে়্জ সামলে তাঁরা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন, এখন তাঁর থেকে অনেক বেশি চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে সেই চ্যালেঞ্জ নিতে সিপিএম তথা বামফ্রন্ট প্রস্তুত বলে তিনি মন্তব্য করেন।

তৃণমূলের ভুলের পথ ধরে কামব্যাক!

তৃণমূলের ভুলের পথ ধরে কামব্যাক!

সিপিএম পলিটব্যুরো সদস্য বলেন, "আমরা বিশ্বাস করি যে এই রাজ্যের শিল্পায়ন অপরিহার্য। এখন প্রমাণিত হয়েছে যে সিঙ্গুর, নন্দীগ্রাম ও অন্যান্য জায়গায় শিল্প স্থাপনের বিরোধিতা করার পথ তৃণমূল কংগ্রেসের ভুল ছিল।" সেই ভুলের পথ ধরেই ফের বামফ্রন্টের কামব্যাক হবে বাংলায়। ২০২১-এই সেই সুদিন আসছে।

ক্ষমতায় ফিরতে আত্মবিশ্বাসী সিপিএম

ক্ষমতায় ফিরতে আত্মবিশ্বাসী সিপিএম

সূর্যকান্তের কথায়, সিঙ্গুর ও নন্দীগ্রামে ভূমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনটি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে ২০১১ সালে ক্ষমতায় এনেছিল তিন দশকেরও দীর্ঘ বাম শাসনের অবসান ঘটিয়ে। আমরা ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল ও বিজেপিকে পরাজিত করে ক্ষমতায় ফিরে আসতে আত্মবিশ্বাসী।

তৃণমূল-বিজেপি উভয়েই নন-সেকুলার

তৃণমূল-বিজেপি উভয়েই নন-সেকুলার

তিনি মনে করেন, রাজ্যের তৃণমূল সরকার সত্যই ধর্মনিরপেক্ষতার পক্ষে নয়। তৃণমূল এ রাজ্যে আরএসএসের উত্থানের জন্য জায়গা তৈরি করেছে এবং অন্যান্য সাম্প্রদায়িক শক্তিও রাজ্যে সক্রিয়। খাগড়াগড় ও ধূলাগড়ের মতো ঘটনা তার প্রমাণ। তাই বামফ্রন্টই একমাত্র বিকল্প। কেননা বিজেপি এবং টিএমসি রাজনৈতিক সুবিধার জন্য ধর্মীয় মেরুকরণের পক্ষে।

পশ্চিমবঙ্গে গরিব বিরোধী সরকার! তৃণমূল ক্ষমতায় থাকতে গরিব কল্যাণ রোজগার অভিযান নয়, বিস্ফোরক রাহুল পশ্চিমবঙ্গে গরিব বিরোধী সরকার! তৃণমূল ক্ষমতায় থাকতে গরিব কল্যাণ রোজগার অভিযান নয়, বিস্ফোরক রাহুল

English summary
Surjya Kanta Mishra says CPM will comeback in 2021 like 1977. HE says TMC and BJP both are will fail in 2021 Assembly Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X