For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিঙ্গুরে কারখানা তাড়িয়ে সরষের বীজ ছড়িয়ে পদ্ম ফুটিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা, আক্রমণ সূর্যকান্তর

সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাটার কারখানা তাড়িয়ে ক্ষেতে সরষের বীজ বুনতে গিয়েছিলেন।

  • |
Google Oneindia Bengali News

সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাটার কারখানা তাড়িয়ে ক্ষেতে সরষের বীজ বুনতে গিয়েছিলেন। কিন্তু আদতে রাজ্য জুড়ে ফুটেছে পদ্ম ফুল। রবিবার বারাসত জেলা সিপিএমের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই তৃণমূলকে আক্রমণ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

সিঙ্গুরে কারখানা তাড়িয়ে সরষের বীজ ছড়িয়ে পদ্ম ফুটিয়েছেন মমতা, আক্রমণ সূর্যকান্তর

তাঁর কটাক্ষ, দিদির দাদা মাঝে মাঝে রাম মন্দির,তিন তালাক, কাশ্মীর, এনআরসি-র ইস্যু আনবে। ভয় পাবেন না। বুথে বুথে সংগঠন গড়ে তুলুন। সেখানে শক্তি না বাড়ালে কিছুই হবে না, মত সূর্যকান্ত মিশ্রর।

রবিবার পার্টি কর্মীদের স্মার্টফোন নিয়ে বুথে গিয়ে ভোটার ভেরিফিকেশনের কাজ করতে বলেন সূর্য মিশ্র। নাগরিকদের নাম যাতে কেন্দ্র বাদ দিতে না পারে সেজন্য কোনওরকম সুযোগ না দেওয়ার পক্ষে সওয়াল করেন তিনি। সূর্যকান্ত মিশ্রর সঙ্গে বক্তা ছিলেন মহম্মদ সেলিমও।

[ অনুব্রতর টায়ার পাঞ্চার করে দিয়েছে বিজেপি! কটাক্ষের সুরে কড়া চ্যালেঞ্জ দিলীপের][ অনুব্রতর টায়ার পাঞ্চার করে দিয়েছে বিজেপি! কটাক্ষের সুরে কড়া চ্যালেঞ্জ দিলীপের]

তিনি বলেন, কেন্দ্র স্মার্ট সিটির বদলে স্মার্ট জেল বানাচ্ছে। এরাজ্যে এনআরসি-র কথা বলছে। কিন্তু দেশের নাগরিক হয় সংবিধানের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে নয়। মোদী বড় ব্যবসায়ী। গোট দেশের মানুষকে পণ্য মনে করছেন। ওঁরা বলছেন, এক দেশ, এক পতাকা, এক ধর্ম, এক ভাষা। আমরা বলছি আমাদের দেশ হল বিবিধের মাঝে এক্য, বলেছেন সেলিম।

[মমতা-মোদী সাক্ষাৎ নিয়ে মুখ খুললেন মুকুল, কৌশলী মন্তব্যে বাড়িয়ে দিলেন জল্পনা][মমতা-মোদী সাক্ষাৎ নিয়ে মুখ খুললেন মুকুল, কৌশলী মন্তব্যে বাড়িয়ে দিলেন জল্পনা]

English summary
Surjya Kanta Mishra and Md. Selim attacks TMC and BJP in CPM rally in Barasat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X