For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি! পাল্লা দিচ্ছে যমজ শহরের পজিটিভিটি রেট

বাংলায় জুড়ে করোনা (Coronavirus) সংক্রমণের হার বাড়ছে। সেই সংক্রমণে সব থেকে বেশি যোগদান রয়েছে কলকাতার (Kolkata)। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। এই দুই জেলাতেই মৃতের সংখ্যাও সব থেকে বেশি। সংলগ্ন জে

  • |
Google Oneindia Bengali News

বাংলায় জুড়ে করোনা (Coronavirus) সংক্রমণের হার বাড়ছে। সেই সংক্রমণে সব থেকে বেশি যোগদান রয়েছে কলকাতার (Kolkata)। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। এই দুই জেলাতেই মৃতের সংখ্যাও সব থেকে বেশি। সংলগ্ন জেলাগুলিতেও বাড়ছে করোনা সক্রিয়তার হার।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, মোট আক্রান্ত ১৮ লক্ষ ১৭ হাজার ৫৮৫ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১,১৬, ২৫১ জন। এদিন সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৪, ০১৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৮১১৭ জন। মোট করোনা মুক্ত হলেন ১৬ লক্ষ ৮১ হাজার ৩৭৫ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৭০৬০ (৬৫৬৫)। উত্তর ২৪ পরগনায় ৪৩২৬ (৪০১৬) জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৫৩৭৬ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৫০৬৯। কলকাতায় এদিন সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৪০৮৭ জন।

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৪,০৬, ৩৭২। মঙ্গলবার কলকাতায় ৬ জনের মৃত্যুর পরে এদিন মৃতের সংখ্যা ৭। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩,৫৯, ৫৫৮ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৪১৪৩৮ জন। কলকাতায় পজিটিভিটি রেট ৬০.২৯%।

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩,৭০, ৪১৭ জন। মঙ্গলবার ৫ জনের মৃত্যুর পরে বুধবার ৮ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩, ৪৩, ০৭৪ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২২, ২৭৪ জন। এদিন তালিকায় যুক্ত হয়েছেন আরও ২৭৬৯ জন। পজিটিভিটি রেট ৩২.৪২%।

কলকাতা সংলগ্ন জেলাগুলির পরিস্থিতি খারাপ

কলকাতা সংলগ্ন জেলাগুলির পরিস্থিতি খারাপ

রাজ্যের যেসব জেলাগুলির পরিস্থিতি সব থেকে খারাপ তার প্রায় সবকটিই কলকাতা সংলগ্ন। এইসব জেলাগুলির মধ্যে পজিটিভিটি রেটে যমজ শহর হাওড়া রয়েছে দ্বিতীয় স্থানে, ৫০.৮৯%। এছাড়াও যেসব হুগলি, দক্ষিণ ২৪ পরগনা , পশ্চিম বর্ধমানের পজিটিভিটি রেট যথাক্রমে ২১.২৭, ২৮.২২ এবং ৩৯.১৮%। দূরের জেলা বীরভূমের পজিটিভিটি রেট ৩৮.৮৭%।

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ২০ লক্ষ ৬২ হাজার ৮৮২। ১৫৬ টি ল্যাবরেটরিতে এই পরীক্ষা হচ্ছে রাজ্য জুড়ে। এদিন পরীক্ষা হয়েছে ৭১,৭৯২ জনের। মোট পরীক্ষার নিরিখে করোনা সক্রিতার হার ৩০.৮৬ শতাংশ ( মঙ্গলবার যা ছিল ৩২.৩৫ %) । প্রতি ১০ লক্ষে পরীক্ষা হয়েছে ২, ৪৫, ১৪৩ জনের। আরটিপিসিআর আর অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৫৬:৪৪।

১২ জানুয়ারি ভ্যাকসিন প্রাপকের সংখ্যা

১২ জানুয়ারি ভ্যাকসিন প্রাপকের সংখ্যা

এদিন সারা রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ৮,৬৪, ৭২৫ জন। প্রথম ডোজ পেয়েছেন ৩,৪৪,১৮৮ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪,৭১, ২৭০ জন। এদিন পর্যন্ত রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ১১, ০৬, ৬৪, ৮১১ জন। যাঁদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৬, ৭১, ২৭, ১১৫ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪, ৩৪, ৫৩, ১৮৪ জন। এদিন রাজ্যে ভ্যাকসিন দেওয়ার কেন্দ্রের সংখ্যা ৫৮৯৪।

বাংলায় একদিনে করোনা আক্রান্ত ২২ হাজার পেরোল! বাড়ল মৃত্যু, একনজরে জেলাগুলিবাংলায় একদিনে করোনা আক্রান্ত ২২ হাজার পেরোল! বাড়ল মৃত্যু, একনজরে জেলাগুলি

English summary
Surge of Covid-19 in Kolkata, North 24 Parganas and neighbouring districts increases
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X