For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সুপ্রিম' ধাক্কা রাজীব কুমারের জন্য! গ্রেফতারি নিয়ে সরিয়ে নেওয়া হল 'রক্ষাকবচ'

রাজীব কুমার মামলায় বড় ধাক্কা কলকাতা পুলিশ কমিশনরের। এবার জেরার জন্য তাঁকে গ্রেফতার করতে পারবে সিবিআই।

Google Oneindia Bengali News

সুপ্রিম কোর্টের তরফে বড় ধাক্কা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনর রাজীব কুমারের। এবার জেরার জন্য তাঁকে গ্রেফতার করতে পারবে সিবিআই। সরিয়ে নেওয়া হয়েছে গ্রেফতারির অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ। এদিন এমনই রায় দিয়েছে দেশের শীর্ষ আদলাত। তবে, আগামী ৭ দিনের মধ্যে রাজীব কুমার আগাম জামিনের জন্য আবেদন করতে পারবেন বলেও জানিয়েছে আদালত। তিনি আইনি সাহায্যও নিয়ে পারবেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার। সুপ্রিম কোর্ট এদিন এমনই রায় দিয়েছে।

সুপ্রিম ধাক্কা রাজীব কুমারের জন্য! সরিয়ে নেওয়া হচ্ছে রক্ষাকবচ

উল্লেখ্য়, সারদা মামলায় রাজীবের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। নথি নষ্ট নিয়ে রাজীবের বিরুদ্ধে বহুদিন ধরেই অভিযোগ ছিল । সেই বিষয়টি নিয়েই আদালতের দ্বারস্থ হয় সিবিআই। এরপর , সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে শিলং-এ রাজীবকে নিয়ে জেরা করে সিবিআই। টানা ৫ দিন ধরে চলে জেরা। শিলং-এর জেরায় রাজীবের সামনে বসানো হয় কুণাল ঘোষকে। যদিও সেই জেরায় সন্তুষ্ট ছিলনা সিবিআই।

এরপরই তাঁকে গ্রেফতার করা নিয়ে রাজীব কুমারের 'রক্ষাকবচ' সরিয়ে নেওয়ার আর্জি জানায় সিবিআই। তবে গোটা ঘটনায় তাঁর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ নিয়ে আসেন রাজীব কুমার।

English summary
Supreme Court vacates interim protection given to former Kolkata Police Commissioner Rajeev Kumar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X