For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাপস পালের বিরুদ্ধে মামলা শুনতে রাজি হল না সুপ্রিম কোর্ট

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

তাপস পাল
কলকাতা, ২৫ জুলাই: নদীয়ার নাকাশিপাড়ায় উসকানিমূলক মন্তব্য করায় তৃণমূল কংগ্রেস সাংসদ তাপস পালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক দল আইনজীবী। কিন্তু সেই মামলা গ্রহণই করল না শীর্ষ আদালত। কলকাতা হাই কোর্টে একই বিষয়ে মামলা চলায় সর্বোচ্চ আদালত আপাতত এ নিয়ে এগোতে চাইল না।

নদীয়ার নাকাশিপাড়ায় একটি দলীয় সভায় গত ১৪ জুন বিরোধীদের উদ্দেশে হুমকি দিয়েছিলেন তাপস পাল। বলেছিলেন, দলের ছেলেদের ঢুকিয়ে দেবেন বিরোধীদের ঘরে, তারা মেয়েদের ধর্ষণ করে চলে যাবে। সিপিএম, বিজেপি-র লোকেদের খুন করারও হুমকি দেন। এ নিয়ে নাকাশিপাড়া থানায় এফআইআর হলেও পুলিশ ঠুঁটো জগন্নাথ হয়ে বসে রয়েছে। তাই কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা করেন বিজন ঘোষ নামে জনৈক আইনজীবী। বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে মামলাটি চলছে। শুনানিও হয়েছে। তাপস পালের কদর্য ভাষণের সিডি দেখানো হয়েছে বিচারপতিকে। একই কারণে শীর্ষ আদালতেও মামলার তোড়জোড় চলছিল। কিন্তু কলকাতা হাই কোর্টে মামলার সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তার শুনানিতে অস্বীকার করে সুপ্রিম কোর্ট।

তাপস পাল ইস্যুতে শাসক দল তৃণমূল কংগ্রেস বিড়ম্বনায় পড়লেও মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত আড়াল করেছেন তাঁকে। দলের নেতারাও মুখে কুলুপ এঁটেছেন। রাজ্য, দেশ ছাড়িয়ে বিষয়টি চাউর হয়েছে বিদেশেও। ব্রিটেন, আমেরিকা, বাংলাদেশের সংবাদপত্রগুলি এই খবর ফলাও করে ছেপেছে। এমনকী, রাষ্ট্রসংঘেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। বিভিন্ন মানবাধিকার সংগঠন তাঁর মন্তব্যের নিন্দা করেছে। এখন সবার চোখ কলকাতা হাই কোর্টের দিকে। আর আদালতের রায়ের ওপরও নির্ভর করছে তাপস পালের রাজনীতিক ভবিষ্যৎ।

English summary
Supreme Court turns down plea to hear PIL against Tapas Pal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X