For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এখনও পঞ্চায়েতে সুযোগ রয়েছে বিরোধীদের! সুপ্রিম-যুদ্ধে হেরেও সাফাই রবীন-রাহুলদের

ভাঙলেও পঞ্চায়েত মামলার আইনি লড়াইয়ে মচকাচ্ছে না বিরোধীরা। সিপিএম নেতা রবীন দেব সাফ জানিয়ে দিলেন বিরোধীদের এখনও সুযোগ রয়েছে।

Google Oneindia Bengali News

ভাঙলেও পঞ্চায়েত মামলার আইনি লড়াইয়ে মচকাচ্ছে না বিরোধীরা। সিপিএম নেতা রবীন দেব সাফ জানিয়ে দিলেন বিরোধীদের এখনও সুযোগ রয়েছে। সুপ্রিম কোর্টের পঞ্চায়েত রায়ে আইনি লড়াইয়ের দিক খোলাই রেখেছেন বিচারপতি। সুপ্রিম কোর্টের রায়ের সমালোচনা করেও লড়াই যে এখনও চলবে, তার হুঁশিয়ারি দিয়ে রাখলেন সিপিএম নেতা রবীন দেব।

এখনও পঞ্চায়েতে সুযোগ রয়েছে বিরোধীদের! সুপ্রিম-যুদ্ধে হেরেও সাফাই রবীন-রাহুলদের

রবীন দেব বলেন, সুপ্রিম কোর্টে পঞ্চায়েত মামলা চলল দীর্ঘদিন ধরে। প্রায় চারমাস পরে সুপ্রিম কোর্টের রায় বের হল। এ প্রসঙ্গে নজিরবিহীন ঘটনা ঘটে গেল রাজ্যে। নির্বাচন হল মে মাসে আর তার ফল প্রকাশ হচ্ছে আগস্ট মাসে। রাজ্যে কেন, গোটা দেশের নির্বাচনের ইতিহাসে এমন ঘটনা ঘটেছে বিরল।

শুধু তাই নয়, সিপিএম নেতার কথায়, সুপ্রিম কোর্টের শুনানিতে হল একরকম, আর তার রায় বের হল অন্যরকম। শুনানির সময় শাসকদল থেকে শুরু করে নির্বাচন কমিশনকে ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্টকে। বিরোধীদের অভিযোগ যে ভিত্তিহীন ছিল না, তা সুপ্রিম কোর্টর শুনানিতে বারবার উঠে এসেছে। তবু রায় হল ভিন্নরকম।

[আরও পড়ুন:একই দিনে জোড়া ধাক্কা খেলেন লালু, এবার কি পরিবারও যাবে শ্রীঘরে ][আরও পড়ুন:একই দিনে জোড়া ধাক্কা খেলেন লালু, এবার কি পরিবারও যাবে শ্রীঘরে ]

তবে এখনও পঞ্চায়েতের লড়াই শেষ হয়ে যায়নি। সুপ্রিম কোর্টর রায়েই তাঁদের হাতে সুযোগ রয়েছে। আইনজীবীদের সঙ্গে কথা বলেই তাঁরা পরবর্তী পদক্ষেপ স্থির করবেন। শুধু সিপিএমই নয়, বিজেপির মত একই। বিজেপি নেতা রাহুল সিনহার কথায়, বিচারের জায়গা খুলে রেখেছে সুপ্রিম কোর্ট। আর আমাদের দাবিকে খারিজ করে দেয়নি। বরং ইলেকশন ট্রাইব্যুনালে আবদনের পরামর্শ দিয়েছে।

[আরও পড়ুন:পঞ্চায়েত রায়ের দিনই সুপ্রিম কোর্টে অন্য মামলায় ধাক্কা রাজ্য সরকারের][আরও পড়ুন:পঞ্চায়েত রায়ের দিনই সুপ্রিম কোর্টে অন্য মামলায় ধাক্কা রাজ্য সরকারের]

বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, সুপ্রিম কোর্ট বিকল্প রাস্তা খুলে দিয়েছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, এটা তৃণমূলের জয় নয়, আসলে একটা চড় খেল রাজ্য সরকার তথা রাজ্য নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্ট তাঁদের দাবিকে মান্যতা দিয়েই ৩০ দিন সময় দিয়েছেন ট্রাইব্যুনালে যাওয়ার।

[আরও পড়ুন:বিজেপিকে 'বিরাশি সিক্কা'র চড় কষাল সুপ্রিম কোর্ট! মোদী-শাহকে নতজানু-বার্তা সুব্রতর][আরও পড়ুন:বিজেপিকে 'বিরাশি সিক্কা'র চড় কষাল সুপ্রিম কোর্ট! মোদী-শাহকে নতজানু-বার্তা সুব্রতর]

English summary
Supreme court opens the door of legal battle for Panchayat Election. SC announce Panvchayat verdict and orders to go election tribunal, says opponent leaders,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X