For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সর্বোচ্চ আদালতে পঞ্চায়েত ভোট! বিজেপির অভিযোগ নিয়ে শুনানি শুক্রবার

পঞ্চায়েত ভোট নিয়ে সুপ্রিম কোর্টে বিজেপি। বৃহস্পতিবার বিজেপির আবেদন গ্রহণ করেছে সর্বোচ্চ আদালত। শুক্রবার শুনানির দিন ধার্য করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

পঞ্চায়েত ভোট নিয়ে সুপ্রিম কোর্টে বিজেপি। বৃহস্পতিবার বিজেপির আবেদন গ্রহণ করেছে সর্বোচ্চ আদালত। শুক্রবার শুনানির দিন ধার্য করা হয়েছে। প্রধান বিচারপতি দীপক মিশ্রের এজলাসে এই শুনানি হবে। মনোনয়ন জমা দেওয়ার দিন শেষ হয়ে আসছে, বিজেপির এই আবেদনে, শুনানির দিন ধার্য করা হয়েছে শুক্রবার।

সর্বোচ্চ আদালতে পঞ্চায়েত ভোট! বিজেপির অভিযোগ নিয়ে শুনানি শুক্রবার

বুধবারই বিজেপির লিগ্যাল সেল পৌঁছে গিয়েছিল সর্বোচ্চ আদালতে। পঞ্চায়েত ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনায় ব্যর্থ রাজ্য নির্বাচন কমিশন। দুটি মামলা করার কথা জানিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সোমবার থেকে শুরু হয়েছে মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া। শুরু থেকেই বীরভূম, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা-সহ একাধিক জেলায় বিরোধীদের ওপর শাসকদলের হামলার অভিযোগ উঠেছে। একাধারে যেমন মনোনয়ন তুলতে বাধা দেওয়া হচ্ছে, ঠিক তেমনই মনোনয়ন জমা দেওয়ার সময়ও অস্ত্র নিয়ে তৃণমূল কর্মী-সমর্থকরা দাঁড়িয়ে থাকছেন বলে অভিযোগ। ইতিমধ্যেই বীরভূমের দুবরাজপুর, ময়ুরেশ্বর, লাভপুরে অস্ত্র হাতে তৃণমূল কর্মীদের দেখা গিয়েছে বলে অভিযোগ বিরোধীদের। কোথাওবা বিরোধীদের বাঁশ পেটা করা হচ্ছে।

শুধু বিরোধীদের আক্রমণই নয়, মালদহে টিকিট বিলি নিয়ে তৃণমূলের দ্বন্দ্বেও মৃত্যুর ঘটনা ঘটেছে বলে দাবি করেছে বিরোধীরা।

ঘটনায় পাল্টা মার দেওয়ার আহ্বান জানিয়েছে বিজেপিও।

English summary
Supreme Court accepts BJP's appeal on atrocities in rural Bengal before Panchayat Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X