For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুপার সাইক্লোনে পরিণত হচ্ছে ‘নিভার’, গতি বাড়িয়ে আছড়ে পড়বে ১৪৫ কিমি বেগে

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় নিভার গতি বাড়িয়ে ছুটে আসছে উপকূল অভিমুখে। আইএমডির মহাপরিচালক ডঃ এম মহাপাত্র জানিয়েছেন, নিভার ক্রমশ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় নিভার গতি বাড়িয়ে ছুটে আসছে উপকূল অভিমুখে। আইএমডির মহাপরিচালক ডঃ এম মহাপাত্র জানিয়েছেন, নিভার ক্রমশ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। বুধবার সন্ধ্যায় তা আছড়ে পড়বে তামিলনাড়ু-পুদুচেরি উপকূলে। এই ঘূর্ণিঝড়ের মোকাবিলায় তৈরি এনডিআরএফ।

অতি সুপার সাইক্লোনে পরিণত হবে 'নিভার'

অতি সুপার সাইক্লোনে পরিণত হবে 'নিভার'

আবহাওয়া অধিকর্তা জানান, গত ছয় ঘন্টা ধরে ঘণ্টায় ৭ কিমি গতিবেগে উপকূল অভিমুখে ধেয়ে আসছে নিভার। বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে পুদুচেরি থেকে প্রায় ৩৭০ কিলোমিটার পূর্বে এবং চেন্নাইয়ের ৪২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। পরবর্তী ১২ ঘন্টায় এটি সুপার সাইক্নোনে রূপান্তিরিত হবে। পরবর্তী ১২ ঘন্টায় তা আরও শক্তি সঞ্চয় করে অতি সুপার সাইক্লোনে পরিণত হবে।

সুপার সাইক্লোন নিভার আসছে, তৈরি এনডিআরএফ

সুপার সাইক্লোন নিভার আসছে, তৈরি এনডিআরএফ

একটি প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, উত্তর-পশ্চিম অগ্রসর হয়ে সুপার সাইক্লোন নিভার তামিলনাড়ু এবং পুদুচেরি উপকূল অতিক্রম করতে পারে ১৫ নভেম্বর অর্থাৎ বুধবার সন্ধ্যায়। পুদুচেরির সন্নিকটে করাইকাল এবং মামল্লাপুরামের মধ্যে ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় নিভার। তার মোকাবিলায় এনডিআরএফ তৈরি আছে।

সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার

সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার

কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, ঘূর্ণিঝড় মারাত্মক রূপ নিয়ে ১২০-১৩০ কিলোমিটার প্রতি ঘন্টায় বয়ে যাবে। সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার। এই ঘূর্ণিঝড়ের ফলে ভারতের দক্ষিণ-পূর্ব উপকূলে অতি ভারী বৃষ্টি চলছে। তেমনই জলোচ্ছ্বাস দেখা দিয়েছে বঙ্গোপসাগরে। লাল সতর্কতা জারি করা হয়েছে উপকূলবর্তী এলাকায়।

এনডিআরএফ ও উপকূলরক্ষী-সহ এক ডজন উদ্ধারকারী দল

এনডিআরএফ ও উপকূলরক্ষী-সহ এক ডজন উদ্ধারকারী দল

ঘূর্ণিঝড়ের প্রভাবে চেন্নাই, পুদুচেরি, তিরোপাঠি এবং নেলোরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। রামানাথাপুরম, কড়াইকাল, পুডুককোটাই, নাগপট্টিনাম, থানজাবুর এবং কুডলোতেও ভারী বর্ষণ হচ্ছে। জাতীয় দুর্যোগ প্রতিরক্ষা বাহিনী বা এনডিআরএফ ও উপকূলরক্ষী-সহ এক ডজন উদ্ধারকারী দল এবং উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। ঘূর্ণিঝড়ের জন্য প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

English summary
Super Cyclone ‘Nivar’ can hit with 145 kilometer speed per hour according to weather forecast of IMD.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X