For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বঙ্গেও ফণা তুলে ধেয়ে আসছে সুপার সাইক্লোন ‘ফণী’! কোথায় কখন তাণ্ডব, একনজরে

‘ফণী’ সুপার সাইক্লোন হয়ে ছোবল মেরেছে ওড়িশা উপকূলে। তছনছ হয়ে গিয়েছে পুরী ও গোপালপুর উপকূল সংলগ্ন এলাকা। এবার ‘ফণী’র অভিমুখ কলকাতা।

Google Oneindia Bengali News

'ফণী' সুপার সাইক্লোন হয়ে ছোবল মেরেছে ওড়িশা উপকূলে। তছনছ হয়ে গিয়েছে পুরী ও গোপালপুর উপকূল সংলগ্ন এলাকা। এবার 'ফণী'র অভিমুখ কলকাতা। প্রশ্ন দানা বেঁধেছে, ওড়িশার পর কি কলকাতাকেও তছনছ করে দেবে এই সুপার সাইক্লোন? আবহবিদরা আশঙ্কার সেই বার্তা দিয়েছেন। কোন এলাকায় কোন সময়ে ঝড় বইবে, তার আভাস মিলেছে আবহবিদদের কথায়।

উত্তর-পূর্ব দিকে এগিয়ে আসছে ‘ফনি’

উত্তর-পূর্ব দিকে এগিয়ে আসছে ‘ফনি’

শুক্রবার সকালে ওড়িশা উপকূলে আছড়ে পড়েছে শক্তিশালী ‘ফণী'। ভূ-ভাগে প্রবেশ করার পরে ধীরে ধীরে উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে ‘ফণী'। স্থলভাগে প্রবেশের পরে শক্তিশালী ঝড়ে পরিণত হয়েছে। ফলে শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গেও আঘাত হানতে পারে এই ঝড়।

কলকাতা ও জেলাগুলিতে ব্যাপক ঝড়বৃষ্টি

কলকাতা ও জেলাগুলিতে ব্যাপক ঝড়বৃষ্টি

আবহবিদরা জানিয়েছেন, দিঘা উপকূলে আছড়ে পড়ার পর ‘ফণী' তাণ্ডব চালাতে পারে দক্ষিণবঙ্গজুড়ে। তার ফলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ‘ফণী'র দাপটে শুক্রবার রাতে কলকাতা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ঝড়বৃষ্টি সম্ভাবনা রয়েছে। রাত যত বাড়বে, তত বাড়বে ঝড়ের দাপট।

আলিপুর আবহাওয়া কী জানাল

আলিপুর আবহাওয়া কী জানাল

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, মূলত পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের উপর দিয়ে বয়ে যেতে পারে ‘ফণী'। যার ফলে গোটা দক্ষিণবঙ্গজুড়েই প্রচণ্ড বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ঝড়ের সঙ্গে সঙ্গেই ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে।

কখন কলকাতায় ঝড়ের দাপট

কখন কলকাতায় ঝড়ের দাপট

হাওয়া অফিসের পূর্বাভাস, শনিবার সকাল সাতটা নাগাদ কলকাতার সবথেকে কাছে থাকবে এই শক্তিশালী ঘূর্ণিঝড়ের কেন্দ্রবিন্দু। যার ফলে ভোর ৪টে থেকে সকাল ৯টা পর্যন্ত কলকাতায় প্রচণ্ড ঝড়ের সম্ভাবনা রয়েছে। ওড়িশায় আছড়ে পড়ার পর খানিক শক্তিক্ষয় হয়েছে ঠিকই, তবে কলকাতায় প্রবেশ করার আগে তা শক্তিশালী হবে।

সর্বোচ্চ গতিবেগ কত হবে

সর্বোচ্চ গতিবেগ কত হবে

হাওয়া অফিস জানিয়েছে, ঝড়ের গতিবেগ হতে পারে ৯০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টায়। সর্বোচ্চ গতিবেগ হবে ১১৫ কিলোমিটার প্রতি ঘন্টায়। পূর্বাভাস বলছে, ‘ফণী'র প্রবেশে পর ৫ ঘণ্টা সময়ে ধরে এর প্রভাব থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাণ্ডব চালিয়ে ‘ফণী' চলে যাবে বাংলাদেশের দিকে।

[আরও পড়ুন:ঘূর্ণিঝড় ফণীর তাণ্ডব, দেখে নিন ছবিতে]

বিপর্যয় মুক্ত হবে রবিবার

বিপর্যয় মুক্ত হবে রবিবার

হাওয়া অফিস জানিয়েছে, শনিবার সন্ধ্যার পর থেকেই পরিস্থিতির উন্নতি হবে। রবিবার বিপর্যয় পুরোপুরি কেটে যাবে বলেই ধারণা আবহবিদদের। তার আগে শুক্রবার ও শনিবারের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। রাজ্য সরকারের তরফে সমস্তরকম প্রস্তুতি রাখা হয়েছে ‘ফেনি'র মোকাবিলায়।

[আরও পড়ুন:সতেজ আয়লার স্মৃতি, ফণীর আতঙ্কে ভুগছে সুন্দরবন][আরও পড়ুন:সতেজ আয়লার স্মৃতি, ফণীর আতঙ্কে ভুগছে সুন্দরবন]

English summary
Super cyclone ‘Fani’ effects over West Bengal with kolkata. ‘Fani’ already hits on Odisha being Super Cyclone,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X