For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অমাবস্যার রাতে ‘ফণী’র ঝাপটায় কাঁপছে বাংলা, ভয়াবহ রূপ নিচ্ছে সুপার সাইক্লোন

ওড়িশা উপকূলে আছড়ে পড়ার পর ক্রমশই পশ্চিমবঙ্গের দিঘা উপকূলের দিকে ধেয়ে আসছে সুপার সাইক্লোন ফণী। শুক্রবার মাঝরাতেই দিঘা উপকূলে আছড়ে পড়ার কথা ভয়াবহ ঘূর্ণিঝড়ের।

Google Oneindia Bengali News

ওড়িশা উপকূলে আছড়ে পড়ার পর ক্রমশই পশ্চিমবঙ্গের দিঘা উপকূলের দিকে ধেয়ে আসছে সুপার সাইক্লোন ফণী। শুক্রবার মাঝরাতেই দিঘা উপকূলে আছড়ে পড়ার কথা ভয়াবহ ঘূর্ণিঝড়ের। তার উপর অমাবস্যার ভরা কোটাল। ঘূর্ণিঝড় ফণী তাই বিধ্বংসী আকার নিতে পারে পশ্চিমবঙ্গেও। ঝড়ের মোকাবিলায় তটস্থ রাজ্য প্রশাসন।

রাজ্যের আকাশেও ফণীর তাণ্ডব

রাজ্যের আকাশেও ফণীর তাণ্ডব

আলিপুর হাওয়া অফিস সূত্রে পূর্বাভাস, শনিবার সকালেই বাংলায় ঢুকবে ফণী। তারপর সেই ঝড় পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, নদিয়া হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। কয়েক ঘন্টার মধ্যেই এই রাজ্যের আকাশেও ফণী তাণ্ডবলীলা চালাতে চলেছে।

ফণীর আঁচ দিঘাতে

ফণীর আঁচ দিঘাতে

পূর্বাঞ্চলীয় আবহাওয়া অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, ফণীর যা গতিবিধি, তাতে সরাসরি দিঘাতে আছড়ে পড়তে নাও পারে ফণী। ওড়িশা দিয়ে পশ্চিম মেদিনীপুরে প্রবেশ করতে পারে ফণী। তার ফলে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ব্যাপকমাত্রায় প্রভাব ফেলতে পারে।

একে অমাবস্যা, ফণী দোসর

একে অমাবস্যা, ফণী দোসর

এদিকে দিঘায় প্রবল জলোচ্ছ্বাস হতে পারে। তার কারণ যেমন একদিকে ফণী, অন্যদিকে অমাবস্যা। অমাবস্যা মানেই ভরা কোটাল। সেই সময় জলোচ্ছ্বাসের প্রবণতা থাকে। তার সঙ্গে যুক্ত হয়েছে সুপার সাইক্লোন ফণী। তার গতিবেগ যেহেতু ১০০ কিলোমিটারেরও বেশি, তার ফলে ‘ফণী' রুদ্রমূর্তি নিতে পারে।

রাজ্যের ব্যবস্থা

রাজ্যের ব্যবস্থা

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২4 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা ও সুন্দরবনের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করেছে রাজ্য সরকার। বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। বিমান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের তরফে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। শুক্রবার থেকে সব সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য দফতর ৬মে পর্যন্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করেছে।

English summary
Super cyclone ‘Fani’ will blow over western districts of South Bengal. ‘Fani’ already hits on Odisha being Super Cyclone and rushes towards West Bengal,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X