For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে বড় ভাঙন উত্তর ২৪ পরগনায়! নেতা বাদ, তৃণমূলে কদর অনুগামীদের

ভোটের আগে ছিল বিজেপিতে (bjp) যোগদানের হিড়িক, আর ফল বেরোতেই তা হয়ে যায় উল্টো। এখন প্রতিদিনই কেউ না কেউ বিজেপি ছেড়ে তৃণমূলে (trinamool congress) যোগ দিচ্ছেন। তবে তাঁদের অধিকাংশই মুকুল রায়ের (mukul roy) অনুগামী।

  • |
Google Oneindia Bengali News

ভোটের আগে ছিল বিজেপিতে (bjp) যোগদানের হিড়িক, আর ফল বেরোতেই তা হয়ে যায় উল্টো। এখন প্রতিদিনই কেউ না কেউ বিজেপি ছেড়ে তৃণমূলে (trinamool congress) যোগ দিচ্ছেন। তবে তাঁদের অধিকাংশই মুকুল রায়ের (mukul roy) অনুগামী। এদিন সেই একই চিত্র দেখা গেল উত্তর ২৪ পরগনায়।

এখনও তৃণমূলে ফিরতে পারেননি সুনীল সিং

এখনও তৃণমূলে ফিরতে পারেননি সুনীল সিং

মুকুল রায় তৃণমূলে ফেরার পরেই নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিংকে নিয়ে জল্পনা শুরু হয়। বিজেপি সাংসদ অর্জুন সিং-এর এই আত্মীয় জানিয়েছিলেন ২০০৯ সালে মুকুল রায়ের হাত ধরেই তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন। যদিও পরবর্তী সময়ে নোয়াপাড়া এলাকায় সুনীল সিং-এর বিরুদ্ধে পোস্টার পড়তে শুরু করে। বিজেপিতে যাওয়া এই নেতাকে যাতে তৃণমূলে ফেরত না নেওয়া হয়, তার জন্য তৃণমূল নেতৃত্বের কাছে আবেদন জানান, গাড়ুলিয়ার তৃণমূল নেতৃত্বের একটা বড় অংশ।

পোস্টার পড়েছিল সুনীল অনুগামীদের বিরুদ্ধেও

পোস্টার পড়েছিল সুনীল অনুগামীদের বিরুদ্ধেও

এই সময় পোস্টার পড়েছিল এলাকার সুনীল সিং-এর অনুগামীদের বিরুদ্ধেও। সেই তালিকায় ছিলেন, গাড়ুলিয়া পুরসভার ৪ নম্বর ও ২১ নম্বর ওয়ার্ডের দুই প্রাক্তন কাউন্সিলর অশোক সিং এবং গৌতম বসুর বিরুদ্ধে। কেননা তাঁরাও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে পারেন বলে শোনা গিয়েছিল।

নেতার আগে অনুগামীদের দলে নিল তৃণমূল

নেতার আগে অনুগামীদের দলে নিল তৃণমূল

তৃণমূলের স্থানীয় নেতৃত্বের তরফে দুই প্রাক্তন কাউন্সিলরের ব্যাপারে বিরোধিতা থাকলেও বুধবার তাঁরা ফের ঘাসফুল পতাকা হাতে তুলে নেন। এদিন নোয়াপাড়ার আনন্দমঠ এলাকায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানেই তাঁরা তৃণমূলে যোগদান করেন। তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক এবং নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বসু।

অপেক্ষায় রয়েছেন সুনীল সিং

অপেক্ষায় রয়েছেন সুনীল সিং

তবে তৃণমূলে ফেরার ব্যাপারে এখনও আত্মবিশ্বাসী নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং। ২০১৯-এর জুনের তৃতীয় সপ্তাহে অনুগামীদের নিয়ে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সুনীল সিং। উল্লেখ করা প্রয়োজন, বিজেপিতে যোগ দিলেও, বিধানসভা ভোটের আগে গত বিধানসভার শেষ অধিবেশনের শেষ দিনে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে যেতে দেখা গিয়েছিল সুনীল সিংকে। তাঁকে সাক্ষাৎ করতে দেখা গিয়েছিল পার্থ ভৌমিক এবং জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গেও। যদিও বিষয়টিকে সেই সময় হাল্কা করে দিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। এবার তাঁকে তৃণমূল কবে ফেরায়, তারই অপেক্ষা।

এসবিআই-এর রক্ষণাবেক্ষণ, বৃহস্পতিবার বেশ কিছুক্ষণের জন্য তিনটি সুবিধা পাবেন না গ্রাহকরাএসবিআই-এর রক্ষণাবেক্ষণ, বৃহস্পতিবার বেশ কিছুক্ষণের জন্য তিনটি সুবিধা পাবেন না গ্রাহকরা

English summary
Sunil Singh loyalist Ashok Singh and Goutam Basu joins TMC from BJP in Garulia in North 24 parganas
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X