For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর চাপেই মৃত্যু সুলতানের! তৃণমূলের প্রচারে চাঞ্চল্যকর অভিযোগ মমতার

তৃণমূলের প্রাক্তন সাংসদ সুলতান আহমেদের মৃত্যুর জন্য বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

তৃণমূলের প্রাক্তন সাংসদ সুলতান আহমেদের মৃত্যুর জন্য বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হাওড়ার পাঁচলার সভা থেকে তাঁর অভিযোগ মানসিক নির্যাতনের ফলে মৃত্যু হয়েছিল সুলতানের। প্রসঙ্গত নারদা মামলায় অভিযুক্ত ছিলেন সুলতান আহমেদ।

'মানসিক নির্যাতনে মৃত্যু সুলতানের'

'মানসিক নির্যাতনে মৃত্যু সুলতানের'

বিজেপি ও মোদীর মানসিক নির্যাতনে মৃত্যু হয়েছিল সুলতান আহমেদের। হাওড়ার পাঁচলার সভা থেকে এদিন এমনই অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সুলতানের মৃত্যু বয়স হয়নি। তাঁর ওপর মানসিক নির্যাতন করেছে বিজেপি। পাশাপাশি মানসিক নির্যাতন নিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন তিনি। মমতা বলেন, মানসিক নির্যাতন অনেকে সহ্য করতে পারে, অনেকে পারে না। সুলতানের ক্ষেত্রে তাই হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি শুনেছিলেন, একটা ফোন আসার পর বাথরুমে
যায় সুলতান, তারপর আর ফিরে আসেনি।

নারদ মামলায় অভিযুক্ত ছিলেন সুলতান

নারদ মামলায় অভিযুক্ত ছিলেন সুলতান

২০১৬-র বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল। তাতে দেখা গিয়েছিল অন্য তৃণমূল নেতাদের মতোই টাকা নিচ্ছেন সুলতান আহমেদ। যদিও সেই ভিডিও পরীক্ষা করে দেখেনি ওয়ান ইন্ডিয়া। সেই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে হয়েছিল সুলতান আহমেদকে। ২০১৭-র ৪ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিত নারদ মামলায় নাম জড়িয়ে পড়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সুলতান। উলুবেড়িয়া কেন্দ্রের সাংসদ ছিলেন সুলতান আহমেদ। তাঁর মৃত্যুর পর স্ত্রী সাজদা আহমেদ এই কেন্দ্র থেকে তৃণমূল সাংসদ হয়েছিলেন। তিনি এবারেও ওই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী।

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উস্কানির অভিযোগ

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উস্কানির অভিযোগ

প্রধানমন্ত্রী রাজ্যে এসে উস্কানিমূলক কথাবার্তা বলছেন বলে এদিন পাণ্ডুয়ার সভায় অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গলায় দড়ি দেওয়া মৃত্যুকে তিনি হত্যা বলে দেখাতে চাইছেন বলে কার্যত অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

English summary
Sultan Ahmed died due to the pressure from BJP and Narendra Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X