For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিশন ২৪শে বাংলায় কত আসনে জিতবে বিজেপি, শাহী দাবির পর জানালেন সুকান্ত

অমিত শাহ বলছেন ২০২৪-এর লোকসভা ভোটে ২০১৯-এর থেকেও বেশি আসন পাবে বিজেপি। আর দলের সর্বোচ্চ নেতৃত্ব যখন বেশি আসনের বার্তা দিচ্ছেন তখন রাজ্যের সভাপতি কম আসন প্রাপ্তির কথা বলবেন, তা ভাবা অমূলক।

Google Oneindia Bengali News

অমিত শাহ বলছেন ২০২৪-এর লোকসভা ভোটে ২০১৯-এর থেকেও বেশি আসন পাবে বিজেপি। আর দলের সর্বোচ্চ নেতৃত্ব যখন বেশি আসনের বার্তা দিচ্ছেন তখন রাজ্যের সভাপতি কম আসন প্রাপ্তির কথা বলবেন, তা ভাবা অমূলক। না, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তার পরিপন্থী কিছু বলেননি।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবির অন্যথা করেননি। সুকান্তবাবুও বলেন, রাজ্যে বিজেপি ২০১৯-এর থেকে বেশি আসন পাবে ২০২৪-এর লোকসভা নির্বাচনে। ২০১৯-এর নির্বাচনে আমরা অনেক ভালো ফল করেছিলাম। এবার তার থেকেও ভালো ফল করব বলে আমরা আশাবাদী।

সংখ্যাতত্ত্বের নিরীখে ভালো ফল তো বটেই...

সংখ্যাতত্ত্বের নিরীখে ভালো ফল তো বটেই...

২০১৯-এর নির্বাচনে বিজেপি বাংলায় ১৮টি আসনে জিতেছিল। ২ থেকে বেড়ে ১৮ হয়েছিল বিজেপি। সেই আঙ্গিকে এই ফলাফল বেশ ভালো। কেননা এই ফল শুধু সংখ্যাতত্ত্বের নিরীখে ভালো নয়, এই ফল বিজেপির উত্থান ঘটিয়েছিল বাংলায়। আবার ২০২১-এ পরিবর্তনের স্বপ্নও তাঁরা বুনেছিল এই ফলাফল থেকে।

সুকান্ত মজুমদারের দাবি সাপেক্ষে

সুকান্ত মজুমদারের দাবি সাপেক্ষে

এখন সুকান্ত মজুমদার যে দাবি করেছেন, তা কিন্তু বর্তমান পরিস্থিতির সঙ্গে সাযুজ্য নয়। তার কারণ। ২০২১-কে নিয়ে বিজেপি যে স্বপ্ন দেখেছিল, তা পুরোপুরি ব্যর্ত হয়েছে। বিজেপির পরিবর্তনের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তার কারণ বাংলার মানুষ বিজেপিকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে। তাই ২০০ আসনে বিজয়ের স্বপ্ন দেখা বিজেপি মাত্র ৭৭-এই থেমে গিয়েছে।

বিজেপি গতবারের থেকে বেশি আসন পাবে!

বিজেপি গতবারের থেকে বেশি আসন পাবে!

আর একুশ পরবর্তী সমস্ত নির্বাচনে বিজেপি গোহারা হেরেছে। বলা যায় মুখ খুবড়ে পড়েছে। এই অবস্থা দাঁড়িয়ে সুকান্ত মজুমদার দাবি করেছেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি গতবারের থেকে বেশি আসন পাবে। তাঁর কথায়, ২০১৯-এ পাওয়া ১৮টির থেকেও বেশি পাবে বিজেপি। আর ২৫-এর কাছাকাছি পৌঁছবে বিজেপির আসন, এটা তাঁর ব্যক্তিগত মতামত।

বিজেপি কি ২৫টি আসন পাওয়ার জায়গায় আছে?

বিজেপি কি ২৫টি আসন পাওয়ার জায়গায় আছে?

বাংলায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপি যে ২৫টি আসন পাওয়ার জায়গায় নেই তা মনে করছেন বিশেষজ্ঞরা। যতই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছড়ে পড়ুক না কেন, সেই সুযোগ কাজে লাগিয়ে বিজেপি যে রাজনৈতিক ফায়দা লুটে নিতে পেরেছে, তা এখনই বলা যাচ্ছে না। তাই সুকান্ত মজুমদার যে দাবি করছেন তা অবাস্তব মনে হচ্ছে।

২০১৯-এর থেকে বেশি প্রাপ্তির লক্ষ্যমাত্রা

২০১৯-এর থেকে বেশি প্রাপ্তির লক্ষ্যমাত্রা

কিন্তু বিজেপি যে সেই লক্ষ্যে পরিকল্পনা প্রস্তুত করবে তা বলাই যায়। বিজেপি আসলে টার্গেট খাঁড়া করছে জাতীয় কর্মসমিতির বৈঠকে। সেই টার্গেট মোতাবেক তারা এগোবে। সেইমতোই ২০২৪-এ বিজেপির আসন সংখ্যা ২০১৯-এর থেকে বেশি করার লক্ষ্যমাত্রা রেখেন অমিত শাহ। সুকান্ত মজুমদারও রাজ্য আসনপ্রাপ্তির লক্ষ্যমাত্রা ১৮ থেকে বাড়িয়ে ২৫ করে দিয়েছেন।

বাংলায় ২৫টি আসন পাবে বিজেপি!

বাংলায় ২৫টি আসন পাবে বিজেপি!

এখানে উল্লেখ্য, ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি বিপুল আসন নিয়ে ক্ষমতায় এসেছিল। একাই বিজেপি পেরিয়ে গিয়েছিল ৩০০ আসনের গণ্ডি। বিরোধীরা কেউ ধরা-ছোঁয়ার মধ্যে ছিল না। এবার বিজেপি ২০১৯-এর ফলাফলকেও টপকে যাবে বলে দাবি করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর সুকান্ত মজুমদার দাবি করেন বাংলায় ২৫টি আসন পাবে বিজেপি।

বিজেপিকে রিজেক্ট করে দিয়েছে বাংলার মানুষ

বিজেপিকে রিজেক্ট করে দিয়েছে বাংলার মানুষ

আর তার পরিপ্রেক্ষিতে কটাক্ষের তির ছুড়েছে তৃণমূল। তৃণমূলের তরফে জানানো হয়েছে, একুশের নির্বাচনে বিজেপিকে রিজেক্ট করে দিয়েছে বাংলার মানুষ। তারপরের নির্বাচনগুলিতে বিজেপি আর মাথা তুলতে পারেনি। আর গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিজেপি এবার যে শূন্যে নেমে যাবে, তা বলবে ভবিষ্যৎই।

English summary
Sukanta Majumdar demands BJP will get more than 18 seats in 2024 than 2019 Election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X