For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল ভেঙে ৩৮ বিধায়ক বিজেপির পথে! মিঠুনের ব্রেকিং নিউজে সিলমোহর সুকান্তের

তৃণমূল ভেঙে ৩৮ বিধায়ক বিজেপির পথে! মিঠুনের ব্রেকিং নিউজে সিলমোহর সুকান্তের

Google Oneindia Bengali News

বিজেপির হেস্টিংয়ের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে মিঠুন চক্রবর্তী ব্রেকিং নিউজ দিয়েছিলেন, ৩৮ জন তৃণমূল বিধায়ক পা বাড়িয়ে রয়েছেন বিজেপিতে আসার জন্য। তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে ২১ জনের। এবার সেই মিঠুনের সুরে সুর মিলিয়েই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূল থেকে বেছে বেছে আলু নেওয়ার দাবি করলেন।

আর বিজেপি ভাঙবে না!

আর বিজেপি ভাঙবে না!

২০২১-এর নির্বাচনের পর থেকে বিজেপিতে লাগাতার ভাঙন চলেছে। তারই জেরে ৭৭ থেকে বিধায়ক কমে এখন প্রায় ৬৯ হয়ে গিয়েছে। অনেকের ঘরওয়াপসি হয়েছে, আবার বাবুল সুপ্রিয়র মতো অনেক বিজেপি নেতাও যোগ দিয়েছেন তৃণমূলে। বিধানসভা ভোটের এক বছর অতিক্রান্ত হওয়ার পর তৃণমূলকে দুর্নীতির বেড়াজালে জড়িয়ে সুকান্ত মজুমদার দাবি করলেন আর বিজেপি ভাঙবে না।

পচা আলু আমরা আর নেব না!

পচা আলু আমরা আর নেব না!

সুকান্তর দাবি, বঙ্গ রাজনীতিতে ফেল উলটপুরান ঘটতে চলেছে। এবার রাজ্যের শাসক দল তৃণমূল থেকে অনেকে বিজেপির দরজায় কড়া নাড়তে শুরু করেছে। বিজেপির আর ভাঙবে না। তবে তৃণমূলের অবস্থা ভালো নয়। যে কোনও সময় ভাঙন ধরতে পারে। এবার বিজেপি খুব সাবধানী। এবার আমরা বেছে বেছে দলে নেব। পচা আলু আমরা এবার আর নেব না!

তবে কি আবার তৃণমূল ভাঙছে

তবে কি আবার তৃণমূল ভাঙছে

সুকান্ত মজুমদারের এই কথায় সিলমোহর পড়ল মিঠুন চক্রবর্তীর বক্তব্যেই। মিঠুন যে দাবি করেছিলেন, তৃণমূলের ২১ জন তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন, তার সঙ্গেসুকান্ মজুমদারের বক্তব্যের মিল খুঁজে পাওয়া যায়। বিজেপির রাজ্য সভাপতির এমন মন্তব্যে শোরগোল পড়ে যায় বাংলার রাজনীতির আঙিনায়। তবে কি আবার তৃণমূল ভাঙছে, ফের খেলা শুরু করছে বিজেপি? ঠিক যেমন ২০১৯-এর আগে শুরু করেছিল তারা।

পালের হাওয়া ঘোরানোর চেষ্টা বিজেপির

পালের হাওয়া ঘোরানোর চেষ্টা বিজেপির

বিধানসভা ভোটে গোহারা হওয়ার পর বিজেপি মুখ থুবড়ে পড়েছিল পুরসভা ভোট ও উপনির্বাচনেও। বিজেপিকে সরিয়ে বাংলায় ফের প্রাসঙ্গিককতা পেতে শুরু করেছিল একলা চলা সিপিএম। কিন্তু এসএসসি দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেফতার হওয়ার পর পালের হওয়া তাঁদের দিকে ঘোরানোর চেষ্টা শুরু করেছে বিজেপি।

বাংলায় ‘হেরো’ বিজেপির বাউন্সার

বাংলায় ‘হেরো’ বিজেপির বাউন্সার

আর তার প্রমাণ মিঠুন চক্রবর্তী। তিনি বাংলায় এসে সাংবাদিক বৈঠক করে তৃণমূলে ভাঙনের ইঙ্গিত দিয়ে গিয়েছেন। ৩৮ জন বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন, আর তার মধ্যে ২১ জন যোগাযোগ রাখছেন স্বয়ং তাঁর সঙ্গে। তারপর সুকান্ত মজুমদারের পচা আলুর মন্তব্য ঘিরে জল্পনা শুরু হল। তৃণমূলকে আরও চাপে ফেলার চেষ্টা শুরু করে দিল বাংলায় 'হেরো' বিজেপি। ২০২৪-এর লক্ষ্যে বাউন্সার দেওয়া শুরু করল তারা।

পুলিশের টানা হেঁচড়ায় হাতে আঘাত, ছবি টুইট করে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি সুকান্তরপুলিশের টানা হেঁচড়ায় হাতে আঘাত, ছবি টুইট করে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি সুকান্তর

English summary
Sukanta Majumdar also indicates to break TMC after Mithun Chakraborty’s breaking news
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X