For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতাকে ফের চিঠি সুজনের! করোনা মোকাবিলায় এবার কী পরামর্শ বামেদের তরফে

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের চিঠি লিখলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। কেন্দ্রের তরফে লকডাউন ঘোষণার দিন তিনি চিঠি লিখেছিলেন। আবার লিখলেন ১৫ দিন পর।

Google Oneindia Bengali News

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের চিঠি লিখলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। কেন্দ্রের তরফে লকডাউন ঘোষণার দিন তিনি চিঠি লিখেছিলেন। আবার লিখলেন ১৫ দিন পর। এবার তিনি চিঠি লিখলেন করোনা মোকাবিলায় বিজ্ঞান গবেষণাকেন্দ্রগুলিকে ব্যবহারের আর্জি জানিয়ে। একই আর্জি মোদীর কাছে করা হল এসএউসি-র পক্ষে।

প্রথম চিঠিতে সাহায্যের আশ্বাস

প্রথম চিঠিতে সাহায্যের আশ্বাস

২৪ মার্চ মঙ্গলবার সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে চিঠিতে লেখেন- বাম বিধায়করা তাঁদের তরফে যতটা সাহায্য করা যায়, ততটা করবেন। করোনায় বিরুদ্ধে এই যুদ্ধ তাঁরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন। সরকারের পাশে থাকবেন তাঁরা। এদিন সেইমতোই করোনা পরীক্ষাকে গুরুত্ব দিতে আহ্বান জানালেন সুজন।

দ্বিতীয় চিঠিতে পরামর্শ

দ্বিতীয় চিঠিতে পরামর্শ

সুজন লেখেন- করোনা পরীক্ষায় কিট অপ্রতুল বলে অভিযোগ উঠছে প্রতিনিয়ত। অথচ বিশ্বস্বাস্থ্য সংস্থা জানিয়েছে করোনা ভাইরাস মোকাবিলায় সবথেকে উপযুক্ত পদ্ধতি হল পরীক্ষা, পরীক্ষা এবং পরীক্ষা। এই পরিস্থিতিতে বিজ্ঞান গবেষণা কেন্দ্রগুলিতে ব্যবহারের আর্জি জানিয়ে চিঠি লেখেন সুজন চক্রবর্তী।

পরীক্ষা হোক গবেষণাকেন্দ্রে

পরীক্ষা হোক গবেষণাকেন্দ্রে

সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ করেন, কেন্দ্র ও রাজ্যের গবেষণাকেন্দ্রগুলিতে করোনা পরীক্ষায় অনুমতি চেয়ে গত ২৫ মার্চ প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন বিজ্ঞানীদের সংগঠন জয়েন্ট অ্যাকশন কমিটি অফ অটোনমাস রিসার্চ ইনস্টিটিউট। কেন্দ্রীয় সরকারের মুখ্য বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা কে বিজয়রাঘবন আগেই কিছু সংস্থাকে পরীক্ষার অনুমতি দেয়।

মুখ্যমন্ত্রীকে অনুরোধ সুজনের

মুখ্যমন্ত্রীকে অনুরোধ সুজনের

বিজয়রাঘবনের চিঠি মুখ্যমন্ত্রীকে পাঠিয়ে সুজনবাবু লেখেন, বিজ্ঞানী মহলের বক্তব্য খতিয়ে দেখার জন্য অনুরোধ করছি আপনাকে। কেন কেন্দ্রীয় সরকার গবেষণা কেন্দ্রগুলিকে কাজে লাগাচ্ছে না সেই প্রশ্নও রাখেন তিনি। প্রভাসবাবু, সেই প্রশ্ন করেন মোদীকে লেখা চিঠিতে।

বামেরা তৃণমূল সরকারের পাশে

বামেরা তৃণমূল সরকারের পাশে

এর আগে সুজন চিঠি লিখেছিলেন- মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা বামপন্থী বিধায়কগণ স্থির করেছি যে, আমাদের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে জেলার সংশ্লিষ্ট হাসপাতালে করোনা ভাইরাস সংক্রমণকেন্দ্রিক চিকিৎসা পরিকাঠামো ও উপকরণের জন্য ন্যূনতম ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হবে। উল্লেখ্য, এদিন আবার বামফ্রন্টের তরফে একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন নবান্নে।

ঢাকায় ধৃত বঙ্গবন্ধুর অন্যতম খুনি! জেলে পাঠানো হল আদালতের নির্দেশেঢাকায় ধৃত বঙ্গবন্ধুর অন্যতম খুনি! জেলে পাঠানো হল আদালতের নির্দেশে

English summary
CPM MLA Sujan Chakraborty writes letter to advice in fight against Coronavirus. He gives advices to use science research center to test corona
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X