For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী-দিদির অপার করুণায় করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী! ব্যর্থতার তকমা সেঁটে দিলেন সুজন চক্রবর্তী

করোনা পরিস্থিতি উদ্বেগজনক মোদীর রাজত্বে। পাল্লা দিয়ে করোনা সংক্রমণ বাড়ছে বাংলাতেও। আর এজন্য মোদী বা দিদি কেউই দায় এড়াতে পারেন না। উভয়ের অপার করুণায় করোনা ঊর্ধ্বমুখী হয়েছে দেশে ও রাজ্যে।

Google Oneindia Bengali News

করোনা পরিস্থিতি উদ্বেগজনক মোদীর রাজত্বে। পাল্লা দিয়ে করোনা সংক্রমণ বাড়ছে বাংলাতেও। আর এজন্য মোদী বা দিদি কেউই দায় এড়াতে পারেন না। উভয়ের অপার করুণায় করোনা ঊর্ধ্বমুখী হয়েছে দেশে ও রাজ্যে। মোদী ও দিদির গায়ে ব্যর্থতার তকমা সেঁটে এবার নিশানা করলেন বামফ্রন্টের পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী।

দিদি-মোদির অপার করুনা যেন

দিদি-মোদির অপার করুনা যেন

সুজন টুইটে লেখেন, সবাইকে হারিয়ে ভারত যেমন বিশ্বে ৩ নং স্থানে উঠে এসেছে, কোভিড ১৯-এ তেমন বাংলাও ক্রমশই উর্দ্ধমুখী। বিপদ বাড়ছে। দিদি-মোদির অপার করুনা যেন! দুটি সরকারে সীমাহীন ব্যর্থতাতেই করোনা ঘাঁটি গেড়ে বসেছে আমাদের দেশে এবং রাজ্যেও।

সর্বনাশ হল মানুষের, পৌষমাস আদানি-আম্বানির

তিনি আরও লেখেন, করোনা লকডাউনে কার লাভ হ'ল? দুটি সরকারই চূড়ান্ত ব্যর্থতার নজির গড়ল! আর সর্বনাশ হল মানুষের। পৌষমাস আদানি-আম্বানির। সীমাহীন অপদার্থতায় রাজ্য ও কেন্দ্রের দুটো সরকারই মানুষের বিপদ ক্রমশই বাড়িয়ে তুলছে।

মমতার সরকারকেও পরামর্শ সুজনের

মমতার সরকারকেও পরামর্শ সুজনের

এরপর বাম পরিষদীয় দলনেতা মমতার সরকারের লকডাউন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেও টুইট করে জানান, আবারও বলছি বিশেষজ্ঞের পরামর্শ নিন। তাঁদের ডাকুন। তাঁদের উপর ভরসা করুন। তবেই রাজ্যের পক্ষে মঙ্গল। তা না করে এমন সিদ্ধান্তের কোনও মানে হয় না।

বিশেষজ্ঞদের পরামর্শ নিন, ভরসা করুন- মাননীয়া

বিশেষজ্ঞদের পরামর্শ নিন, ভরসা করুন- মাননীয়া

সুজন চক্রবর্তী টুইটারে লেখেন- পাগলামোর সীমা থাকা উচিত। সবজান্তা মুখ্যমন্ত্রীর রাজত্বে বিপদ বেড়ে চলেছে। এই সময় এমন প্রহসনের কেনও মানে হয় না। সপ্তাহে দুদিন লকডাউনের মানে কী, বাকি পাঁচ দিন কি করোনার লকডাউন? কোন জাতীয় অঙ্ক এসব? কার বুদ্ধি? আবারও বলছি, বিশেষজ্ঞদের পরামর্শ নিন। তাঁদের ডাকুন, ভরসা করুন- মাননীয়া।

English summary
Sujan Chakraborty targets Narendra Modi and Mamata Banerjee for coronavirus outbreak.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X