For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আন্তর্জাতিক মঞ্চে মিথ্যা বলছেন! যেখানে দাঁড়িয়ে বলছেন, সেটাও বাম আমলের, মমতাকে চ্যালেঞ্জ সুজনের

আন্তর্জাতিক মঞ্চে মিথ্যা বলছেন! যেখানে দাঁড়িয়ে বলছেন, সেটাও বাম আমলের, মমতাকে চ্যালেঞ্জ সুজনের

  • |
Google Oneindia Bengali News

নিউটাউনে জি ২০ বৈঠক। সেখানে উদ্বোধনী ভাষণে মুখ্যমন্ত্রী বলেন তাঁর সরকার উন্নয়নকে মানবিক মুখ দিতে পছন্দ করে। জি ২০ সদস্য দেশগুলির সামনে তিনি বলেন, যখন তাঁর সরকার ক্ষমতায় এসেছিল তখন উন্নয়ন স্তব্ধ হয়ে ছিল। রাজ্য ছিল ঋণের ভারে জর্জরিত। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র সমালোচনা করে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, আন্তর্জাতিক মঞ্চেও মিথ্যা করা বলছেন মুখ্যমন্ত্রী।

চাকরি জিডিপি দুই বেড়েছে

চাকরি জিডিপি দুই বেড়েছে

এদিন নিউটাউনের কনভেনশন সেন্টারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্য সরকার ১২ লক্ষ চাকরি তৈরি করেছে। করোনার সময়েই জিডিপি বেড়েছে ৪ গুণ। তিনি বলেন, রাজ্যে লোকেরা ধর্ম-বর্ণ-নির্বিশেষে ঐক্যবদ্ধ রয়েছে। তিনি দাবি করেন, তাঁর সরকার নারী, কৃষক এবং এমএসএমইকে ক্ষমতায়ন করেছে। উন্নয়নের উদ্যোগের সুফল যাতে মানুষ পায় তা নিশ্চিত করতে দুয়ারের সরকার প্রকল্প চালু করেছে। যা জাতীয় পুরস্কার জিতেছে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

যখন ক্ষমতায় এসেছিলাম উন্নয়ন ছিল স্তব্ধ

যখন ক্ষমতায় এসেছিলাম উন্নয়ন ছিল স্তব্ধ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘনিয়ে রাজ্যে ক্ষমতায় আসার কথা উল্লেখ করে বলেন, এনিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায়। তবে যখন ক্ষমতায় এসেছিলেন, সেই সময় উন্নয়ন ছিল স্তব্ধ। অর্থনীতিী থেকে শুরু করে সবেতেই ছিল স্থবিরতা। রাজ্য ছিল ঋণের ভারে জর্জরিত। তিনি দাবি করেন, তারপর থেকে কাজ করে রাজ্যকে এগিয়ে নিয়ে গিয়েছেন। তিনি বলেছেন, আপনাদের দেশ আর আমাদের দেশ বলে এখানে বিভেদ তৈরি করা হয় না। গোটা বিশ্বকেই তিনি মাতৃভূমি বলে উল্লেখ করেন তিনি। অতিথিদের বলেন এই বাংলা আপনাদেরও।

রাজ্যের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক

রাজ্যের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক

মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, গত নভেম্বরে রাজ্যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হয়েছে। যেখানে এসেছিলেন ৭৬ টি দেশের প্রতিনিধিরা। এছাড়া সরকারি পরিচালিত বিশ্ব বাণিজ্য সম্মেলনে ৪৬ টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন বলে জানান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সম্মেলনের আয়োজন করতে পেরে এবং মঞ্চে বক্তব্যা রাখার সুযোগ পেয়ে তিনি ধন্য।

মিথ্যা বলছেন মমতা

মিথ্যা বলছেন মমতা

এদিকে এই অনুষ্ঠানের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সিপিআইএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তিনি বলেছেন, আন্তর্জাতিক মঞ্চেও মিথ্যা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুজন চক্রবর্তী বলেন, তৃণমূল যখন রাজ্যে ক্ষমতায় এসেছিল তখন রাজ্যে ঋণের পরিমাণ ছিল ১ লক্ষ ৮৫ হাজার কোটি টাকার। আর গত এগারো বছরে তা চারগুণ বেড়েছে। গত ১১ বছরে রাজ্যে বড় কোনও শিল্প আসেনি কিংবা বড় কিছু করতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেখানে দাঁড়িয়ে মিথ্যা বলছেন, সেই নিউটাউনও বামেদের সময়ে তৈরি।

আন্তর্জাতিক মঞ্চে বামশাসনের কথা তুলে মুখ্যমন্ত্রী বললেন, '৩৪ বছরে অর্থনীতি-উন্নয়নমূলক কাজ থমকে ছিল' আন্তর্জাতিক মঞ্চে বামশাসনের কথা তুলে মুখ্যমন্ত্রী বললেন, '৩৪ বছরে অর্থনীতি-উন্নয়নমূলক কাজ থমকে ছিল'

English summary
Sujan Chakraborty targets Mamata Banerjee for her comments at G20 summit in New Town.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X