মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বোঝা! ফের লকডাউনের দিন পরিবর্তন নিয়ে মমতাকে আক্রমণ সুজন চক্রবর্তীর
রাজ্যে ফের লকডাউনের দিনের পরিবর্তন নিয়ে রাজ্য সরকারে কড়া আক্রমণ বাম পরিষদীয় নেতা তথা সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তীর। প্রসঙ্গত বুধবার নবান্নের তরফে জানানো হয়েছে ২৮ অগাস্ট রাজ্যে কোনও লকডাউন হচ্ছে না।

২৮ অগাস্ট লকডাউন নয়
২৮ অগাস্ট, শুক্রবার যদি লকডাউন করা হয়, তাহলে পরপর ৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ফলে সাধারণ মানুষ অসুবিধায় পড়বেন। সেই কারণে দিনবদল বলে জানানো হয়েছে। বাকি রয়েছে ২০, ২১, ২৭, ৩১ অগাস্ট। ২৮ অগাস্ট লকডাউন না হলেও এই চারদিন লকডাউন করা হবে।

প্রতারণা করা হচ্ছে রাজ্যের মানুষের সঙ্গে
সুজন চক্রবর্তীর অভিযোগ লকডাউন নিয়ে রাজ্যের মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। প্রহসন হচ্ছে। তিনি বলেন, লকডাউনের তারিখ ঘোষণা করা নিয়ে প্রথম থেকে মুখ্যমন্ত্রী যা করছেন, তা প্রতারণা ও প্রহসনের সামিল। এর পিছনে কোনও যুক্তি, বিজ্ঞান ও অঙ্ক নেই বলেও দাবি করেছেন তিনি।

মানুষের প্রয়োজনে নয়
মাননীয়ার মনে মনে তৈরি করা দিন নিয়েই লকডাউন। এই লকডাউন মানুষের প্রয়োজন কিংবা সুবিধার জন্য নয় বলেও মন্তব্য করেছেন তিনি। সুজন চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী নিজের থেকে যে দিন ঘোষণা করেছিলেন, তার পরিবর্তন নয় থেকে কমে সাত আবার তার থেকে কমে ছয় দিন হয়েছে। তাঁর প্রশ্ন পশ্চিমবঙ্গবাসীর সঙ্গে কি ছ্যাবলামো হচ্ছে। তাঁর প্রশ্ন মুখ্যমন্ত্রী কি পশ্চিমবঙ্গের মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করছেন।

পশ্চিমবঙ্গে কম টেস্ট
সুজন চক্রবর্তীর অভিযোগ, রাজ্যে সব থেকে কম টেস্ট। প্রত্যেক দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিপদে জেরবার হচ্ছে সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রীর ফ্রি চিকিৎসার ঘোষণারও সমালোচনা করেন তিনি। সুজন চক্রবর্তীর অভিযোগ মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। মুখ্যমন্ত্রীই পশ্চিমবঙ্গের বোঝা বলেও কটাক্ষ করেন তিনি।

বাংলার বুকে গৈরিক সংঘ-ধ্বনি জোরালো হচ্ছে! '২১ বিধানসভা ভোটের আগে কোন ধাপে এগোচ্ছে আরএসএস