For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পদত্যাগ করতেই রাজীবকে ফোন মন্ত্রী-সাংসদদের! মাথাব্যথার কারণ বাড়ছে কালীঘাটের?

Google Oneindia Bengali News

পরপর তিনজন। প্রথমে শুভেন্দু অধিকারী। তারপর লক্ষ্মীরতন শুক্লা। আর আজ রাজীব বন্দ্যোপাধ্যায়। একের পর এক মন্ত্রীর ইস্তফায় কতটা চাপে রাজ্যের শাসক দল? এই নিয়ে সুজন চক্রবর্তী বলেন, পিসি-ভাইপো ছাড়া দলটিতে আর কেউ থাকবেন না। কংগ্রেস নেতা আবদুল মান্নান বলেন, একসময় বিরোধী দল ভাঙিয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর দল ভাঙছে। একেই বলে বুমেরাং।

প্রাক্তন বনমন্ত্রীকে ফোন সাংসদ এবং মন্ত্রীর

প্রাক্তন বনমন্ত্রীকে ফোন সাংসদ এবং মন্ত্রীর

এদিকে এরই মধ্যে রাজীব পদত্যাগ করতেই রাজ্যের এক হেভিওয়েট নেতা এবং দলের এক সাংসদ প্রাক্তন বনমন্ত্রীকে ফোন করেন। যা নিয়ে বাড়ে জল্পনা। সূত্রের খবর রাজভবন থেকে রাজীব যখন বের হচ্ছেন, ঠিক সেই সময় তাঁকে ফোন করেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এবং সাংসদ মহুয়া মৈত্র। জানা গিয়েছে রাজীব কী কারণে পদত্যাগ করেন, তা জানতেই এই নেতারা ফোন করেন তাঁকে।

 পদত্যাগের পর কেঁদে ফেললেন রাজীব

পদত্যাগের পর কেঁদে ফেললেন রাজীব

এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর কেঁদে ফেললেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ রাজভবনের সামনে চোখের জল মুছতে মুছতেই মন্ত্রিসভা থেকে বিদায় নেন তিনি৷ তার আগে অবশ্য সাংবাদিকদের সামনে জানিয়ে দিয়েছেন তাঁর এই সিদ্ধান্ত নেওয়ার কারণ৷ তাঁর দাবি, আহত হয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন৷

ফেসবুক পেজে প্রথমে মন্ত্রিসভা থেকে ইস্তফার খবর দেন রাজীব

ফেসবুক পেজে প্রথমে মন্ত্রিসভা থেকে ইস্তফার খবর দেন রাজীব

আজ নিজের ফেসবুক পেজে প্রথমে মন্ত্রিসভা থেকে ইস্তফার খবর দেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ সেখানে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা পদত্যাগপত্রের ছবিও পোস্ট করেন। তার পর তিনি চলে আসেন রাজভবনে৷ রাজ্যপাল জগদীপ ধনকড়ের হাতেও তুলে দেন পদত্যাগপত্র৷ রাজ্যপালের সঙ্গে দেখা করার পর বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি৷

আহত না হলে এমন সিদ্ধান্ত নিতাম না

আহত না হলে এমন সিদ্ধান্ত নিতাম না

সেখানে তিনি বলেন, সেচমন্ত্রী হিসেবে উত্তরবঙ্গ সফর সেরে ফিরে তৃণমূল ভবনে তিনি যখন কর্মীদের সঙ্গে কথা বলছেন, তখন টিভিতে ব্রেকিং নিউজ হিসেবে দেখতে পান যে তাঁর দপ্তর বদল করা হল৷ আর এখানেই তিনি আঘাত পেয়েছেন৷ বলেন, 'আমাকে না জানিয়ে দপ্তর বদল করা হয়েছিল। আমি আহত হয়েছিলাম। আহত না হলে এমন সিদ্ধান্ত নিতাম না।'

অন্য কোনও দলে যোগ দিতে চলেছেন?

অন্য কোনও দলে যোগ দিতে চলেছেন?

আর সেই কথা বলতে বলতেই রীতিমতো আবেগতাড়িত হয়ে পড়েন রাজীব বন্দ্যোপাধ্যায়। সকলের সামনে কেঁদে ফেলেন তিনি৷ চোখের জল মুছে তিনি বলেন, 'আহত না হলে এমন সিদ্ধান্ত নিতাম না।' কিন্তু তিনি কি অন্য কোনও দলে যোগ দিতে চলেছেন? তা স্পষ্ট করেননি। বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে সূত্রের খবর।

English summary
Sugata Bose, Mahua Maitra called Rajib Banerjee after his resignation from Ministership
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X