For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দাপুটে নেতার ছেলের বিয়েতে বাবুয়ানিও সারদার টাকায়, জানালেন সুদীপ্ত সেন

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

সুদীপ্ত
কলকাতা, ৭ জুলাই: সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেনকে ভয় দেখিয়ে তাঁর থেকে চার কোটি টাকা নিয়েছিলেন একজন রাজনীতিবিদ। সেই টাকা খরচ করেছিলেন তাঁর ছেলের বিয়েতে। সিবিআই-কে জেরার মুখে এ কথা জানিয়েছেন সুদীপ্ত সেন। এই তথ্য পাওয়ার পর সংশ্লিষ্ট নেতার ওপর নজরদারি শুরু করেছে সিবিআই।

কোথায় কবে কোন কোন নেতাকে সুদীপ্ত সেন টাকা দিয়েছিলেন, এখন তার তালিকা বানাতে ব্যস্ত সিবিআই। তাদের প্রশ্নের উত্তরে সুদীপ্তবাবু জানিয়েছেন, সংশ্লিষ্ট নেতার ইচ্ছে ছিল ছেলের বিয়েতে বিপুল খরচ করবেন। কিন্তু সেই সামর্থ্য ছিল না। তাই সুদীপ্ত সেনের কাছ থেকে চার কোটি টাকা চান। তিনি প্রথমে তা দিতে অস্বীকার করলে তাঁকে নানাভাবে ভয় দেখানো শুরু হয়। ফোনেও হুমকি দেওয়া বলে অভিযোগ। ওই নেতার লোকজন সুদীপ্তবাবুকে নানাভাবে হেনস্থা করতে চেষ্টা করেন। তখন বাধ্য হয়ে তিনি টাকা দেন। ওই টাকা পেয়ে ছেলের বিয়েতে ঢালাও মোচ্ছবের ব্যবস্থা করেছিলেন নেতাটি।

এখানেই শেষ নয়। সুদীপ্ত সেন সিবিআইকে জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার এক সাংসদ (কুণাল ঘোষ নয়) নানা সময়ে তাঁর থেকে টাকা আদায় করেছেন। আপত্তি করলেই রাজনীতিক যোগাযোগ কাজে লাগিয়ে চাপ দিয়েছেন তাঁকে। তিনি কলকাতার মিডিয়া জগতে খুবই পরিচিত ব্যক্তিত্ব বলে জানিয়েছেন সুদীপ্তবাবু।

এদিকে, সিবিআইয়ের সঙ্গে রাজ্য পুলিশের চূড়ান্ত অসহযোগিতা এখনও অব্যাহত। বিভিন্ন কাগজপত্র সিবিআই চেয়ে পাঠালেও তা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। সিবিআই জানাচ্ছে, রাজ্য পুলিশ তাদের এই তদন্তের ব্যাপারে যে তথ্যগুলি দিয়েছিল, তার অনেকাংশই অসঙ্গতিতে ভর্তি। এটা পরিষ্কার, রাজ্য পুলিশ ইচ্ছাকৃতভাবেই সিবিআইকে বিভ্রান্ত করছে। অনুমান, এখনও রাঘববোয়ালদের বাঁচাতে তৎপর রাজ্য পুলিশ।

English summary
Sudipta Sen named the political leader who took money for his son's marriage
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X