For Quick Alerts
For Daily Alerts
প্রভিডেন্ট ফান্ড মামলায় সুদীপ্ত সেনের ৩ বছরের কারাদণ্ড

আজ শুক্রবার, প্রভিডেন্ট ফান্ড মামলা বিধাননগর আদালতে হাজির করা হয় সুদীপ্ত সেনকে। এই মামলায় তিনি দোষী কিনা তা জানতে চান বিচারক। বিচারকের প্রশ্নের উত্তরে সুদীপ্ত সেন দোষ স্বীকার করে নেন।
সুদীপ্ত সেনের দোষ স্বীকারের পর সারদা কর্তা সুদীপ্ত সেনের তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দিল বিধাননগর মহকুমা আদালত। কর্মীদের প্রভিডেন্ট জমা না দেওয়ায় এই শাস্তির নির্দেশ দিলেন বিচারক। কারাদণ্ড ছাড়াও সুদীপ্ত সেনকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে অতিরিক্ত ছ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।
কিন্তু সুদীপ্ত সেনের দোষ স্বীকার সোজা চোখে নিচ্ছে না রাজনৈতিক মহল। কেন নিজের দোষ স্বীকার করলেন সুদীপ্ত সেন প্রশ্ন উঠছে তা নিয়ে। সুদীপ্ত সেনের এই দোষ স্বীকারের পিছনে কি অন্য কোনও কারণও থাকতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।