হঠাৎ বাড়িতে উড়ে এল বোমা! গুরুতর জখম লিলুয়ার দম্পতি
হাওড়া, ২৮ মার্চ : হঠাৎই বাড়ির মধ্যে উড়ে এল বোমা। সেই বোমার আঘাতে গুরুতর জখম হলেন প্রৌঢ় দম্পতি। সোমবার রাতে হাওড়ার লিলুয়ায় ঘটেছে এই ঘটনা। স্বামী-স্ত্রী দু'জনই হাওড়া জেলা হাসপাতালে ভর্তি। কীভাবে বোমা পড়ল তাদের বাড়িতে বুঝে উঠতে পারেছেন না কেউই। লিলুয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
লিলুয়ার বেলগাছিয়ায় কুঞ্জপাড়ায় বাড়িতে তখন উঠোনে বসেছিলেন শেফালিদেবী। তাঁর স্বামী শুয়েছিলেন মন্দিরে। হঠাৎই বাড়ির উঠোনে পড়ল একটি বোমা। সঙ্গে সঙ্গে ধোঁয়ায় ভরেয় যায় উঠোন। বাইরে বেরিয়ে এসে মেয়ে মানু কর দেখেন মা লুটিয়ে পড়ে আছেন। বাবাও জখম। ছুটে আসেন প্রতিবেশীরা। দু'জনকেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

বাড়ির মধ্যে বোমা পড়ে জখম হওয়ার এই ঘটনায় প্রতিবেশীরাও অবাক ও আতঙ্কিত। তারা বুঝতে পারছেন না কী করে এমন ঘটনা ঘটতে পারে। এই ঘটনার যথাযথ ব্যাখ্যা পাচ্ছেন না কেউ।
নিতান্তই সাদামাটা পরিবার, সেখানে কেন বোমা ফেলা হল, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে এই বোমাটি ফেলার উদ্দেশ্য কী? অন্য কেউ কি লক্ষ্য ছিল?