For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দুই কি হবেন বিজেপির সঙ্কটমোচন! একুশে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রশ্নে জল্পনা তুঙ্গে

শুভেন্দুই কি হবেন বিজেপির সঙ্কটমোচন! একুশে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রশ্নে জল্পনা তুঙ্গে

  • |
Google Oneindia Bengali News

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতে পারেন অমিত শাহের মেদিনীপুর সফরের মাঝেই। বংলার রাজনৈতির মহল শুভেন্দুর দলবদল নিয়ে সরগরম। কান পাতলেই শোনা যাচ্ছে হয় দিল্লিতে গিয়ে তিনি যোগদান করছেন বিজেপিতে। তারপর অমিত শাহের সঙ্গে মেদিনীপুরের সভায় উপস্থিত হবেন। নকুবা মেদিনীপুরের মাটিতেই তিনি পদ্ম-পতাকা হাতে তুলে নেবেন!

শুভেন্দু কি হতে পারেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী!

শুভেন্দু কি হতে পারেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী!

এখন প্রশ্ন তিনি যদি সত্যিই বিজেপিতে যান, তাহলে কেন যাবেন? তবে কি বিজেপি এতদিন যার খোঁজে ছিলেন, সেই বহু আকাঙ্খিত নেতাকে পেয়ে গিয়েছেন শুভেন্দুর মধ্যে। কৈলাশ বিজয়বর্গীয় এদিন শুভেন্দুকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তাহলে কি শুভেন্দুই হতে চলেছেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী।

শুভেন্দুকে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হিসেবে

শুভেন্দুকে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হিসেবে

রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের ব্যাখ্যা, শুভেন্দু অধিকারী ও বিজেপি- উভয়েরই কাছে বাধার প্রাচীর মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েটের বিরুদ্ধে বিকল্প মুখ নেই বিজেপিতে। ফলে তাঁরা শুভেন্দুকে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হিসেবে। তাঁদের সেই অভাব দূর করতে পারেন শুভেন্দুই।

শুভেন্দুর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে গেলে বিজেপিই ফার্স্ট চয়েস

শুভেন্দুর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে গেলে বিজেপিই ফার্স্ট চয়েস

আর পক্ষান্তরে তৃণমূলে থেকে শুভেন্দুর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়া সম্ভব নয় কখনই। কেননা সেখানে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে গেলে বিজেপির মতো চ্যালেঞ্জার পর্টিকেই দরকার। কংগ্রেস তাঁর কাছে বিকল্প হতে পারত, কিন্তু কংগ্রেসের সেই ক্ষমতা নেই বাংলায়। তাই শুভেন্দু বিজেপিকে বেছে নেন কি না, তা-ই দেখার।

শুভেন্দু অধিকারী পদলোভী লোভী নন, আদর্শই আগে

শুভেন্দু অধিকারী পদলোভী লোভী নন, আদর্শই আগে

শুভেন্দু তৃণমূলে অনেক পদে ছিলেন। দলের সহ সভাপতি ছিলেন। ছিলেন তিন তিনটি দফতরের মন্ত্রী। তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ দফতর। ছিলেন বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিতে। দল এবং সরকারি করে বেশ কতকগুলি কমিটিতে গুরুত্বের আসনে ছিলেন তিনি। এছাড়াও একাধিক প্রাতিষ্ঠানিক পদ ছিল তাঁর। এর উপরে একমাত্র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হলেই তিনি ভিন্ন দলমুখী হতে পারেন। যদিও শুভেন্দু অধিকারী নিজে জানিয়েছেন, তিনি পদলোভী নন। তিনি আদর্শকেই সর্বাগ্রে রাখেন।

শুভেন্দু বিজেপিতে গেলেই কি সব নির্বিঘ্নে পেয়ে যাবেন?

শুভেন্দু বিজেপিতে গেলেই কি সব নির্বিঘ্নে পেয়ে যাবেন?

বিজেপিতে যান বা না যান, তৃণমূলে থাকছেন না শুভেন্দু, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি এবং তাঁর অনুগামীরা। শুভেন্দুর মতো জননেতাকে দলে নিয়ে বিজেপি যেমন ফায়দা তোলার চেষ্টা করবে, তেমনই শুভেন্দুও তাঁর ভবিষ্যৎ দেখবেন, এটাই স্বাভাবিক। প্রতি দলেই গোষ্ঠীকোন্দল থাকবে, শুভেন্দু বিজেপিতে গেলেই যে সব নির্বিঘ্নে পেয়ে যাবেন এমনটাও নয়।

শুভেন্দু বিজেপিতে গেলেও চ্যালেঞ্জের মুখে পড়বেন

শুভেন্দু বিজেপিতে গেলেও চ্যালেঞ্জের মুখে পড়বেন

শুভেন্দুকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হলে দিলীপ ঘোষরা চুপচাপ থাকবেন এমনটা নয়। তখন বিজেপিতেও কোন্দল বাড়বে। রাহুল সিনহা থাকাকলীন যেমন দুটি পৃথক গোষ্ঠী ছিল, মুকুল রায় যাওয়ার পর যেমন দুটি পৃথক গোষ্ঠী হয়েছে, আবার শুভেন্দু গেলেও হবে। অর্থাৎ বিজেপিতেও নির্বিঘ্নে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়াও কঠিন হবে।

তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ঘোলায়তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ঘোলায়

English summary
Subhendu can be BJP’s Chief Minister face if he joins in saffron party before 2021 Assembly Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X