For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার চ্যালেঞ্জার হয়ে উঠলেন শুভেন্দু! আরও এক ‘হেভিওয়েট’ বার্তা দিলেন তৃণমূল ছেড়ে

মমতার চ্যালেঞ্জার হয়ে উঠলেন শুভেন্দু! আরও এক ‘হেভিওয়েট’ বার্তা দিলেন তৃণমূল ছেড়ে

  • |
Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জার হয়ে উঠলেল শুভেন্দু অধিকারী। এখনও তিনি তৃণমূল ছাড়েননি, ছাড়েননি বিধায়ক পদ। তবু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হিসেবে উঠে আসছে তাঁর নাম। শুভেন্দু ঘনিষ্ঠ তৃণমূল নেতা দল চেড়েই তোপ দাগলেন মমতাকে। জানিয়ে দিলেন ২০২১-এ বাংলায় কে হবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি!

‘তোমারে বধিবে যে শা্ন্তিকুঞ্জে বাড়িছে সে’

‘তোমারে বধিবে যে শা্ন্তিকুঞ্জে বাড়িছে সে’

তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করার পর একেবারে নাটকীয় কায়দায় শুভেন্দু অনুগামী নেতা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন। তাৎপর্যপূর্ণভাবে তিনি বললেন- তোমারে বধিবে যে শা্ন্তিকুঞ্জে বাড়িছে সে। মমতার নাম না করেই নেত্রীকে নিশানা করলেন শুভেন্দু-ঘনিষ্ঠ ধীরেন্দ্রনাথ পাত্র। এমনকী তিনি শুভেন্দুর নামও উচ্চারণ করলেন না তিনি।

শুভেন্দুর বিজেপি যাত্রা স্রেফ সময়ের অপেক্ষা!

শুভেন্দুর বিজেপি যাত্রা স্রেফ সময়ের অপেক্ষা!

শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব চাড়ার পর থেকেই তাঁকে নিয়ে জল্পনা চলছিল। পরিস্থিতি যেদিকে মোড় নিয়েছিল, সেখান থেকে শুভেন্দুর ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ ছিল। সম্প্রতি শুভেন্দুর অনুগামীরা যে সকল ইঙ্গিত দিয়েছেন, তাতে শুভেন্দুর বিজেপি যাত্রা স্রেফ সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছে। শুভেন্দু অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করতে পারেন বলে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জার হিসেবে শুভেন্দুর নাম

মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জার হিসেবে শুভেন্দুর নাম

এরই মধ্যে কনিষ্ক পণ্ডার পর আর এক শুভেন্দু অনুগামী ধীরেন্দ্রনাথ পাত্র শুভেন্দু অধিকারীর জন্য সওয়াল করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জার হিসেবে শুভেন্দুর নাম করলেন। তিনি বলেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে দল যে ব্যবহার করেছে, তা আমরা মেনে নিতে পারছি না। তাই আজ থেকে তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম।

শুভেন্দুর হাত ধরে কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছিলেন তৃণমূলে

শুভেন্দুর হাত ধরে কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছিলেন তৃণমূলে

ধীরেন্দ্রনাথ পাত্র শুভেন্দুর হাত ধরে কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছিলেন তৃণমূলে। পাঁচ বছর আগে তৃণমূলে যোগ দেন তিনি। বর্তমানে তিনি পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক ছিলেন। এদিন তিনি দল ছেড়ে মমতাকে একহাত নিলেন। শুভেন্দু অধিকারীই ভবিষ্যৎ- সেই বার্তা দিলেন। এর আগে কনিষ্ক পণ্ডাও শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন বলে মন্তব্য করেন।

অমিত শাহের নির্দেশ পেয়েই কাজ শুরু মুকুলের! বিজেপিতে প্রথম দায়িত্বের কথা স্মরণ করলেন 'চাণক্য'অমিত শাহের নির্দেশ পেয়েই কাজ শুরু মুকুলের! বিজেপিতে প্রথম দায়িত্বের কথা স্মরণ করলেন 'চাণক্য'

English summary
Subhendu Adhikari will be challenger of Mamata Banerjee in 2021 Assembly Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X