For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অধীর অক্সিজেন জোগাচ্ছেন দিলীপদের! পাইপ লাইন কাটবেন শুভেন্দু, হুঙ্কার অধীর-গড়ে

বিজেপিকে অক্সিজেন জোগাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অধীর চৌধুরীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে তৃণমূলের মুর্শিদাবাদ জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী হুঙ্কার ছাড়লেন।

Google Oneindia Bengali News

বিজেপিকে অক্সিজেন জোগাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অধীর চৌধুরীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে তৃণমূলের মুর্শিদাবাদ জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী হুঙ্কার ছাড়লেন, তিনি অক্সিজেন জোগানের পাইপ লাইন কাটবেনই। শুভেন্দু বলেন, পাইপলাইন কীভাবে কাটতে হয় আমি জানি। লোকসভাতেই তা টের পাবে অধীর চৌধুরী ও বিজেপি।

অধীর অক্সিজেন দিচ্ছেন বিজেপিকে, পাইপ লাইন কাটবেন শুভেন্দু

শুভেন্দু বলেন, অধীর চৌধুরীর হাত থেকে বহরমপুর লোকসভা কেন্দ্রও তিনি ছিনিয়ে নেবেন। মুর্শিদাবাদ জেলার তিনটি লোকসভাই জিতবে তৃণমূল। একইসঙ্গে অধীর চৌধুরী ও বিজেপিকে সাবধান করে তাঁর মন্তব্য, এখন বিজেপির পরামর্শদাতা হয়েছেন অধীরবাবু। সেই কারণেই মুর্শিদাবাদ থেকে হুমায়ুন কবীর ও দক্ষিণ দিনাজপুরে নীলাঞ্জন রায়কে বিজেপিতে পাঠিয়েছেন।

শুভেন্দুর কথায়, যতই বিজেপির হাত শক্ত করার চেষ্টা করুন, শেষ রক্ষা হবে না। বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে আপনাকে পাত্তাড়ি গোটাতেই হবে। আপনার নিজের কেন্দ্রেই আপনাকে হারাব। এটা আমার চ্যালেঞ্জ। সেইসঙ্গে বিজেপিকে অক্সিজেন জোগানোর লাইনও কেটে দেব।

রেজিনগর ফুটবল মাঠে বিশাল জনসভা করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন দিলীপ ঘোষ। হুমায়ুন কবীরের যোগদানে সংখ্যালঘু ভোট বিজেপির দিকে ঢলবে বলে জানান তিনি। ওইদিন ১৫ হাজার সংখ্যালঘু সদস্য নিয়ে তিনি যোগদান করেন বলে দাবি করেন দিলীপ ঘোষ। এদিন দিলীপ ঘোষকেও পাল্টা দেন শুভেন্দু। বলেন, 'পচা ডিম'কে দলে নিয়ে দিবাস্বপ্ন দেখছেন দিলীপবাবুরা। আর শুভেন্দুর পাল্টা সভাকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, শুভেন্দু অধিকারীর জমায়েত বিজেপির জমায়েতকে টপকাতে পারেনি।

এদিন শুভেন্দু অধিকারী বলেন, অধীরবাবু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে লখনউতে লাঞ্চ করেছেন। এখন আবার বিজেপির পরামর্শদাতা হয়েছেন বাংলায়। অধীরঘনিষ্ঠ হুমায়ুন বিজেপি যোগ দিয়ে বলেছেন, আমি বিজেপিতে গেলেও দাদার সঙ্গে ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্ক থাকবে। আসলে অধীরবাবুই তো হুমায়ুন কবীরকে পাঠিয়েছেন বিজেপিতে।

শুভেন্দু বলেন, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ তো জিতবই, বহরমপুরে মমতা বন্দ্যোপাধ্যায় যাঁকে প্রার্থী করে পাঠাবেন, তাঁকে জিতিয়ে আনব। অধীরবাবুর সাহস থাকে তো লড়াই করুন। জনগণকে নিয়ে কীভাবে জিতিয়ে আনতে হয় প্রার্থীকে, আমরাও দেখিয়ে দেব। তিনটি আসনেই তৃণমূল বিপুল ব্যবধানে জিতবে লোকসভায়।

English summary
Subhendu Adhikari warns to Congress state president Adhir Chowdhury to defeat at Baharampur. He says that Adhir supplies oxygen to BJP.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X