For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিলীপকে ‘রাস্তা’ দেখাবেন শুভেন্দু, বিজেপির থেকে ১০ গুণ লোক নিয়ে টক্কর ইসলামপুরে

বিজেপি ভিনরাজ্য থেকে সুপারিকিলার এনে রাজ্যে হিংসার বাতাবরণ তৈরি করেছে বলে তোপ দেগেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য তথা পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।

  • |
Google Oneindia Bengali News

বিজেপি ভিনরাজ্য থেকে সুপারিকিলার এনে রাজ্যে হিংসার বাতাবরণ তৈরি করেছে বলে তোপ দেগেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য তথা পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রচ্ছন্ন হুঁশিয়ারির পর তিনি পাল্টা একহাত নিলেন তাঁকে। চ্যালেঞ্জ জানিয়ে তাঁর বার্তা, এই ইসলামপুরে তৃণমূল পাল্টা সভায় ১০ গুণ জমায়েত করবে।

দিলীপকে ‘রাস্তা’ দেখাবেন শুভেন্দু, বিজেপিকে টক্কর ইসলামপুরে

মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শুভেন্দু অধিকারী-সহ তৃণমূল নেতৃত্ব বারবার বিজেপির বিরুদ্ধে উসকানিমূলক রাজনীতির অভিযোগ করে এসেছেন। অভিযোগ করেছেন, দিলীপ ঘোষরা উত্তেজনা ছড়াচ্ছেন নানা প্ররোচনামূলক কথা বলে। এদিন তপ্ত ইসলামপুরে তেমনই প্ররোচনা দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। তৃণমূলকে উদ্দেশ্য করে বলেছেন, রাস্তা দিয়ে দৌড় করাবেন, তারপর পিঠের চামড়া গুটিয়ে নিয়ে নুন ছিটিয়ে দেবেন।

তারই পরিপ্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল নেতৃত্ব। শুভেন্দু অধিকারী বলেন, ইসলামপুরে বিজেপির পাল্টা সভা হবে। এবং সেই সভায় বিজেপির তুলনায় ১০ গুণ জমায়েত হবে। পাল্টা তোপ দেগে তিনি বলেন, বিজেপির চোখ রাঙানি সহ্য করবে না তৃণমূল। পাল্টা জবাব পাবে বিজেপি, ওই ইসলামপুরের সভাস্থল থেকেই।

এদিন শুভেন্দু অধিকারীকেও নিশানা করেন দিলীপ ঘোষ। শুভেন্দুকে নিশানায় তিনি বলেন, যেদিন থেকে শুভেন্দু অধিকারী উত্তর দিনাজপুরের দায়িত্ব এসেছেন, সেদিন থেকেই উত্তেজনা ছড়িয়েছে। মালদহেও একই অবস্থা। খুনের রাজনীতি শুরু হয়েছে জেলায়। তৃণমূলের পাল্টা সভা প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূল বিজেপিকে ভয় পেয়েছে, তাই পাল্টা সভার রেওয়াজ শুরু হয়েছে রাজ্যে। সর্বত্রই তা চলছে। মানুষ এখন তৃণমূলের সঙ্গে নেই। ভোট হলেই সেই প্রমাণ মিলবে।

English summary
Subhendu Adhikari takes on BJP and messages to Dilip Ghosh. He says TMC will do counter rally at Islampur.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X