ক্ষুদিরাম স্মরণে শুভেন্দুর হাইভোল্টেজ পদযাত্রার পর নেতার কোন বক্তব্য! রাজনীতির ফোকাসে এবার মেদিনীপুর
বাংলার রাজনীতির ফোকাস পয়েন্ট কার্যত কলকাতা থেকে সরে এসে এখন মেদিনীপুরের বুকে! সেখানের ঘরের ছেলে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বাংলার রাজনীতি একাই কাঁপাচ্ছেন। এদিকে, মন্ত্রিত্ব তেকে ইস্তফার পর শুভেন্দু পর্বে বহু অধ্যায় যোগ হয়েছে। তারপর আজ তমলুকে শুভেন্দুর সভা ঘির তুঙ্গে উত্তেজনা। অন্যদিকে দাদার অনুগামীদের কোন স্ট্র্যাটেজি স্থির হওয়ার দিকে, তা নিয়ে উঠছে একাধিক তথ্য।

ভিড় বাড়ছে শুভেন্দুর মিছিলে
ক্ষুদিরামের জন্মদিনে এদিন একাধিক কর্মূচিতে যোগ দিচ্ছেন শুভেন্দু অধিকারী । এদিন সকালে তিনি তমলুক থেকে বড়সড় মিছিল করে হ্যামিল্টন স্কুলের দিকে যাত্রা করেন। তাঁর সঙ্গে একাধিক সমর্থক ও ঘনিষ্ঠরা ছিলেন এদিন।

শুভেন্দু ঘনিষ্ঠের কপালে গেরুয়া টিকা!
এদিন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ কনিষ্কের মুখে গেরুয়া মাস্ক ও কমলা টিকা দেখা যায়। স্বভাবতই এই রঙ ঘিরে রঙের রাজনীতি নিয়ে জল্পনা শুরু হয়।

হাতে কোন পতাকা
পর পর অরাজনৈতিক সভা করে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। এখনও তৃণমূল সাংসদ থাকা শুভেন্দু এদিনও তমলুকের মিছিলে হাতে দেশের জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় অংশ নেন। ফলে জল্পনার মাত্রা তিনি চড়িয়েই রেখেছেন।

শুভেন্দুর খাস তালুক ও হাইভোল্টেজ মিছিল
দেখা গিয়ছে তমলুকের হাসপাতাল মোড় থেকে শুভেন্দুর মিছিল যতই এগিয়েছে ততই বেড়েছে ভিড়।তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, প্রতিবারই এমন মিছিল হয়। ক্ষুদিরাম বসুর জন্মদিন পালনে তাঁর একাধিক সভা, কর্মসূচি রয়েছে। বিকেলে তিনি গড়বেতা যাচ্ছেন বলেও খবর। তবে তিনি এদিন হ্যামিল্টন স্কুলে গিয়ে বক্তব্য রাখেন

শুভেন্দুর বক্তব্যে 'বন্দে মাতারম'
এদিন হ্যামিল্টন স্কুলে পৌঁছে শুভেন্দু অধিকারী শহিদ ক্ষুদিরাম বসুকে স্মরণ করেনে তাঁর ১৩১ তম জন্মবার্ষিকীতে। পাশাপাশি, তাঁর কণ্ঠে এদিন 'বন্দোমাতরম' ও 'জয়হিন্দ' এর স্লোগান শোনা যায়। যে স্লোগান তৃণমূলের সভার অতিপরিচিত অংশ। ফলে জল্পনা তেকেই যাচ্ছে, তবে এদিনের মিছিল থেকে সভা সমস্তটাই শুভেন্দু অরাজনৈতিকভাবে করেন।