For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাড়ানো হল ৩ ব্যাঙ্কের মোরেটোরিয়াম! আরও কৃষিঋণ দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দুর

বাড়ানো হল ৩ ব্যাঙ্কের মোরেটোরিয়াম! আরও কৃষিঋণ দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দুর

  • |
Google Oneindia Bengali News

সাধারণ মানুষের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনটি সমবায় ব্যাঙ্কের তিন মাসের মোরেটোরিয়াম ছয় মাস বাড়িয়ে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। এছাড়াও সমবায় ব্যাঙ্কগুলি থেকে বাড়তি কৃষিঋণ দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

বাড়ানো হল ৩ সমবায় ব্যাঙ্কের মোরেটোরিয়াম

বাড়ানো হল ৩ সমবায় ব্যাঙ্কের মোরেটোরিয়াম

বিদ্যাসাগর সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্ক, কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্ক এবং কন্টাই কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্কের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা রবিবার ৩১ মে ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, এই সমবায় ব্যাঙ্কগুলি থেকে যেসব কৃষক, ক্ষুদ্র, মাঝারি ও ছোট শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ী, পরিবহণ ক্ষেত্রের যাঁরা ঋণ নিয়েছেন আগেই তাঁদের জন্য তিন মাসের মোরেটোরিয়াম ঘোষণা করা হয়েছিল। এদিন তা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ মোট ৬ মাস বাড়িয়ে দেওয়া হলো। এতে তাঁরা অতিরিক্ত ৬টি কিস্তিতে টাকা শোধ করতে পারবেন। এ জন্য তাঁদের উপর কোনও অতিরিক্ত অর্থের বোঝা চাপবে না।

অর্থ সাহায্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারগুলির জন্য

অর্থ সাহায্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারগুলির জন্য

দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় ব্লক প্রতি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারগুলির জন্য ১ লক্ষ টাকা করে অর্থসাহায্য দেওয়া হবে। শুভেন্দু অধিকারী জানান, করোনা মোকাবিলায় গড়া রাজ্য সরকারের তহবিলে এই তিনটি সমবায় সমিতির মাধ্যমে দেড় কোটি টাকা দেওয়া হয়েছে। কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্ক ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে সাড়ে চার লক্ষ মানুষের অন্নসংস্থানের ব্যবস্থা করেছে। এবার তিনটি জেলার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারগুলিতে স্যানিটাইজেশন, শুকনো খাবার ইত্যাদির জন্য সাধ্যমতো ব্লক প্রতি ১ লক্ষ টাকা করে দেওয়া হবে। এতে ৫৪টি ব্লক ও বেশ কয়েকটি পুরসভার পাশে থাকা সম্ভব হবে।

আরও কৃষিঋণ দেওয়ার প্রতিশ্রুতি

আরও কৃষিঋণ দেওয়ার প্রতিশ্রুতি

শুভেন্দু অধিকারী আরও জানান, ফনি ও আম্ফান থেকে শিক্ষা নিয়ে এবার সমবায় ব্যাঙ্কগুলি থেকে কৃষিঋণ দেওয়া হবে। ৫৫০ কোটি টাকার কৃষিঋণ দেওয়া হবে। এতে কৃষি, উদ্যানপালন ও প্রাণীসম্পদ বিকাশের সঙ্গে যুক্ত মানুষরা সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য যে ঘোষণা করেছেন তার বাইরে সমবায় ব্যাঙ্কগুলির মাধ্যমেও সহায়তা প্রদান করা হবে। ২০১৯-২০ সালে পানের বরজের জন্য যাঁরা ঋণ নিয়েছিলেন, আম্ফানে ক্ষতির জন্য সদস্য কল্যাণ তহবিল থেকে কন্টাই এআরডিবি ব্যাঙ্ক প্রত্যেককে ১০ হাজার ও তমলুক এআরডিবি ব্যাঙ্ক প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থসাহায্য দেবে। এ ছাড়াও কন্টাই এআরডিবি ব্যাঙ্ক নতুন পানের বরজের জন্য ঋণ দিতে ১২০ কোটি টাকা বরাদ্দ করেছে। বিমা চালু করা হবে, যার ৫০ শতাংশ প্রিমিয়াম ঋণগ্রহীতা দেবেন এবং ৫০ শতাংশ দেবে ওই ব্যাঙ্ক। প্রবীণ নাগরিকদের জন্য ১ শতাংশ বাড়তি সুদ এই সমবায় ব্যাঙ্কগুলি দেবে বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

একা নিসর্গ নয়, জোড়া ঘূর্ণির ভ্রুকুটি আরব সাগরে! আবহাওয়ার খামখেয়ালিপনায় ত্রস্ত উপকূলএকা নিসর্গ নয়, জোড়া ঘূর্ণির ভ্রুকুটি আরব সাগরে! আবহাওয়ার খামখেয়ালিপনায় ত্রস্ত উপকূল

English summary
Subhendu Adhikari says there will be more agricultural Loan from Co Operative Banks. He also increased moratorium of bank loan from three co operative banks.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X