For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দু-গড়ে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ অনুগামীর! একুশের আগে বিড়ম্বনা বাড়ছে তৃণমূলে

শুভেন্দু-গড়ে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ অনুগামীর! একুশের আগে বিড়ম্বনা বাড়ছে তৃণমূলে

  • |
Google Oneindia Bengali News

শুভেন্দু অধিকারীকে নিয়ে তিন মাসাবধিকাল ধরে জল্পনা চলছে। তিনি তৃণমূলে থাকবেন নাকি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন তা নিয়ে চাপানউতোর চলছে। আবার এমন রটনাও হয়েছে যে, তিনি নতুন দল গড়তে পারেন। তবে যা-ই রটনা হোক, এটা ১০০ শতাংশ নিশ্চিত যে, শুভেন্দু দল ছাড়লে তাঁর হাত ধরে অনেকেই দলত্যাগ করবেন।

শুভেন্দু অনুগামীর পদত্যাগের ইচ্ছাপ্রকাশ

শুভেন্দু অনুগামীর পদত্যাগের ইচ্ছাপ্রকাশ

শুভেন্দুকে নিয়ে যখন নিত্যদিন নয়া জল্পনা তৈরি হচ্ছে, তখন তাঁর নিজের জেলা পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গা থেকে প্রচুর তৃণমূল কর্মী ও সমর্থক বিজেপিতে যোগদান করছে। এরই মাঝে তৃণমূলের আরও এক সদস্য জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খান পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করলেন। তা নিয়ে আবার নতুন করে জল্পনা শুরু হল।

কোনও বার্তা দিতে চাইছেন শুভেন্দু অনুগামীরা

কোনও বার্তা দিতে চাইছেন শুভেন্দু অনুগামীরা

শুভেন্দুকে নিয়ে জল্পনার মধ্যে পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদ কর্মাধ্যক্ষের পদত্যাগের ইচ্ছাপ্রকাশ তৃণমূলকে নতুন করে বিপাকে ফেলে দিল। শুভেন্দু অনুগামী নেতার এভাবে পদত্যাগের ইচ্ছাপ্রকাশে তৃণমূল চাপেও পড়েছে। তৃণমূল নেতৃত্ব বুঝতে পারছেন না, তাঁরা কোনও বার্তা দিতে চাইছেন কি না। মোট কথা সংশয় তীব্রতর হচ্ছে।

পদ ছেড়ে দেওয়ার ইচ্ছাপ্রকাশ শুভেন্দু অনুগামীর

পদ ছেড়ে দেওয়ার ইচ্ছাপ্রকাশ শুভেন্দু অনুগামীর

খাদ্য কর্মাধ্যক্ষ থাকাকালীন তিনি রেশনিং ব্যবস্থা পরিচালনা করেছেন। কোথাও কোনও সমস্যা থাকতে চটজলদি তা মেটানোর চেষ্টা করেছেন। জেলা পরিষদের বৈঠকে তিনি সমস্ত কিছু জানালেও তাকে কোনওরকম সহযোগিতা করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। তারপরই পদ ছেড়ে দেওয়ার ইচ্ছাপ্রকাশ করতে দেখা গেল তাঁকে।

চটজলদি শুভেন্দুকে দলে সক্রিয় করতে না পারলে...

চটজলদি শুভেন্দুকে দলে সক্রিয় করতে না পারলে...

রাজনৈতিক মহল মনে করছে, এসবই হচ্ছে শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে। পূর্ব মেদিনীপুর তো কেবল প্রতীক মাত্র, গোটা রাজ্যেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে। তৃণমূল চটজলদি শুভেন্দু অধিকারীকে দলে সক্রিয় করতে না পারলে এমন সংকট আরও বাড়বে। প্রতিদিনই বিড়ম্বনা তৈরি হবে এক এক করে।

ফিরলেন 'বন্দেমাতরম' স্লোগানে! তৃণমূলের নয়া পদক্ষেপে শুভেন্দুর শাসকদলে ফেরা নিয়ে জল্পনাফিরলেন 'বন্দেমাতরম' স্লোগানে! তৃণমূলের নয়া পদক্ষেপে শুভেন্দুর শাসকদলে ফেরা নিয়ে জল্পনা

English summary
Subhendu Adhikari’s follower expresses willing to give resign from TMC before 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X