For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দুর ভাই দিব্যেন্দু কি তৃণমূলে থাকছেন! মমতার সভা ঘিরে দিলেন বড় বার্তা

শুভেন্দুর ভাই দিব্যেন্দু কি তৃণমূলে থাকছেন! মমতার সভা ঘিরে দিলেন বড় বার্তা

  • |
Google Oneindia Bengali News

৭ ডিসেম্বর অধিকারীগড়ে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা । যে সভায় হাজির ছিলেন না অধিকারী পরিবারের কেউই। তার ২৪ ঘণ্টার আগে অধিকারী পরিবারের সদস্য শুভেন্দু অধিকারীর নিজের অবস্থান স্পষ্ট করার বার্তা দিয়েও সাংবাদিক সম্মেলন বাতিল করেন। এমন রাজনৈতিক চড়াই উতরাইয়ের আগে মমতার ফোন গিয়েছে অধিকারী পরিবারের কর্তার কাছে। সেই ফোন রাখার আগে 'দিব্যেন্দু ভালো থাকিস' বার্তাও এসেছে স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। তবে ততদিনে শুভেন্দুর রাজনৈতিক গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন উঠেছে। এমন এক রাজনৈতিক ক্যানভাসে শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী কী বললেন দেখা যাক।

 কেন মুখ্যমন্ত্রীর সভায় দেখা মেলেনি দিব্যেন্দুর?

কেন মুখ্যমন্ত্রীর সভায় দেখা মেলেনি দিব্যেন্দুর?

দিব্যেন্দু বলেন, ' মেদিনীপুর কলেজ মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় আমার যাওয়ার কথা ছিল। প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু দিল্লি থেকে বিমান অনেক দেরিতে ছাড়ায় সভায় যাওয়া হয়নি। জেলায় থাকলে অবশ্যই যেতাম।' মুখ্যমন্ত্রীর সভা নিয়ে এভাবেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন দিব্যেন্দু অধিকারী। মুখ খুলেছেন দলে থাকা নিয়ে।

তৃণমূলে কি থাকছেন দিব্যেন্দু?

তৃণমূলে কি থাকছেন দিব্যেন্দু?

দিব্যেন্দু অধিকারী এদিন তৃণমূলে থাকা না , থাকার প্রসঙ্গে মুখ খুলে বলেন, 'তৃণমূলে ছিলাময তৃণমূলেই থাকব। দলের হয়ে তো আমি কাজ করছি। দুয়ারে সরকার, আমার লোকসভা কেন্দ্রে যে কর্মসূচি পালিত হচ্ছে, সেখানে আমি একটি শিবিরে গিয়েছি।' ফলে বাবা শিশিরের মতো তিনিও যে মমতাতেই আস্থা রেখেছেন, তা স্পষ্ট করেছেন দিব্যেন্দু।

 'বেইমান নই'

'বেইমান নই'

এর আগে মুখ্যমন্ত্রীর ৭ ডিসেম্বরের সভায় অধিকারী পরিবারের সকলের অনুপস্থিতি নিয়ে ব্যাপক জল্পনা চড়তে থাকে। যেখানে শুভেন্দপ পর পর অরাজনৈতিক সভা করছেন, উত্তর থেকে দক্ষণ বঙ্গে তাঁর নামে পোস্টার পড়ছে, সেখানে অধিকারীরা মমতার সভায় না থাকা স্বভাবতই জল্পনা বাড়ায়। এদিকে জানা যায় শিশির অধিকারীর সেই দিন হাঁটুতে ব্যথা ছিল। আর তারজন্যই তিনি মমতার সভায় যাননি। এছাড়াও শিশিরের বার্তা ছিল, 'বেইমান নই। তাই তৃণমূলে ছিলাম, আছি থাকব'।

বিজেপি প্রসঙ্গে শিশির

বিজেপি প্রসঙ্গে শিশির

এর আগে যখন গোটা রাজ্যে শুভেন্দুর রাজনৈতিক গতিবিধি নিয়ে প্রশ্ন ওঠে, তখন শিশির অধিকারী এক পোর্টালকে দেওয়া অডিও (অডিওর সত্যতা বিচার করেনি ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি) সাক্ষাৎকারে বিজেপি সম্পর্কে মুখ খুলে সাফ বলেন, 'ও পার্টি আমি করিনি.. আমি জানিনা'। এরপরই তিনি বলেন, বিজেপি সব ক্ষেত্রে ভালো নয়, কিছু ক্ষেত্রে ঠিক, তবে বাংলা সেকুলার ছিল , আর তাইই থাকবে।

'বিজেপি এখানে কিছু করতে পারবে না '

'বিজেপি এখানে কিছু করতে পারবে না '

বিজেপি প্রসঙ্গে এদিন দিব্যেন্দু বলেন, '২০১৬ সালে বিধানসভা ভোটে ৭ টি বিধানসভার ৩ টিতে বামফ্রন্ট জিতেছিল। তারমধ্যে ছিল তমলুক, হলদিয়া, পাঁশকুড়া। বাকি চার আসনেই তৃণমূল জেতে। ২০২১ সালের নির্বাচনে বিজেপি এখানে কিছু করতে পারেব না। ' তিনি বলেন, তাঁর বিশ্বাস বামেদের থেকে ৩ টি আসন এবার তৃণমূল 'ছিনিয়ে' নিতে পারবে।

ফ্যাক্টর নয় ২১-এর নির্বাচন, আম্ফান ক্ষত সারিয়ে উঠতে মমতাতেই ভরসা সুন্দরবনেরফ্যাক্টর নয় ২১-এর নির্বাচন, আম্ফান ক্ষত সারিয়ে উঠতে মমতাতেই ভরসা সুন্দরবনের

English summary
Subhendu Adhikari's Brother Dibyendu Adhikary talks about staying in TMC before West bengal assembly election 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X