শুভেন্দু অধিকারী পদত্যাগ করলেন মন্ত্রিত্ব থেকে! চিঠি গেল মুখ্যমন্ত্রী , রাজ্যপালের কাছে
শেষমেশ যাবতীয় জল্পনা সমাপ্ত করে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি চিঠি পাঠিয়ে মুখ্যমন্ত্রীকে ইস্তফরা কথা জানান। তিনি রাজ্যের ২ টি দফতরের পূর্ণ মন্ত্রী ছিলেন। সমস্ত জায়গা থেকেই তিনি ইস্তফা দিয়েছেন।


অধীরের প্রতিক্রিয়া
'তৃণমূলের অশনি সংকত ,আগামী দিনে দল ভেঙে, টুকরো হবে'। এই বার্তা দিয়ে অধীর চৌধুরী এই ঘটনা নিয়ে মন্তব্য দেন । তিনি বলেন, তৃণমূলের বড় স্তম্ভ ছিলেন শুভেন্দু, এই ঘটনা তৃণমূলের পক্ষে ভালো সংবাদ নয়।

মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কাছে চিঠি
এদিন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে জানান যে রাজ্যের মানুষের সেবা করতে দেওয়ার জন্য ধন্যবাদ। এর সঙ্গে তিনি রাজ্যপালকেও ইস্তফার চিঠি পাঠিয়েছেন বলে খবর। তিনি সেচ দফতর ও পরিবহন দফতর থেকে ইস্তফার কথা জানান।
নিয়ম অনুযায়ী, কোনও মন্ত্রী রাজ্যমন্ত্রিসভা থেকে পদত্যাগ করলে আগে তা জানাতে হয় মুখ্যমন্ত্রীকে। তারপর মুখ্যমন্ত্রী তা রাজ্যপালের কাছে পাঠান। তবে এক্ষেত্রে শুভেন্দু অধিকারী রাজ্যপালকে নিজেই ইমেল পাঠিয়েছেন বলে খবর।

বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি তিনি, জল্পনা তুঙ্গে
শুভেন্দু অধিকারী এখনও পর্যন্ত যদিও বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি তিনি। তবে গত কয়েক মাসে তাঁর প্রতিটি অরাজনৈতিক সভা ঘিরে পারদ চড়েছিল। জন্মেছে জল্পনা। দলের সঙ্গে সঘাতের খবর বাইরে আসলেও সরাসরি মিডিয়ার সামনে তিনি কোনও কথা বলেননি। এরপর আজকের ইস্তফা ঘিরে জল্পনা তুঙ্গে।
শুভেন্দু ছাড়ছেন সরকারি নিরাপত্তা! বাংলার রাজনীতিতে তোলপাড়ের ইঙ্গিত