For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গনি-প্রিয় থাকলে অন্যরকম হত কংগ্রেস! লক্ষ্মণ 'বধে' কী ভাবে সাহায্য, শুভেন্দু জানালেন সেকথা

প্রিয়রঞ্জন দাশমুন্সি ও বরকত সাহেব থাকলে ২০১৬ সালে সিপিএমের সঙ্গে কংগ্রেসের আঁতাত করতে দিতেন না। যদিও এটা তার ব্যক্তিগত মত। জানিয়েছেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী।

  • |
Google Oneindia Bengali News

প্রিয়রঞ্জন দাশমুন্সি ও বরকত সাহেব থাকলে ২০১৬ সালে সিপিএমের সঙ্গে কংগ্রেসের আঁতাত করতে দিতেন না। যদিও এটা তার ব্যক্তিগত মত। জানিয়েছেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি নন্দীগ্রাম আন্দোলনে প্রিয়রঞ্জন দাসমুন্সির বড় ভূমিকা ছিল বলেও উল্লেখ করেছেন শুভেন্দু।

গনি-প্রিয় থাকলে অন্যরকম হত কংগ্রেস! লক্ষ্মণ বধে কী ভাবে সাহায্য, শুভেন্দু জানালেন সেকথা

প্রিয়রঞ্জন দাসমুন্সি ছিলেন আদ্যপান্ত মার্কসবাদী কমিউনিস্ট পার্টি বিরোধী। নন্দীগ্রাম গণ আন্দোলনের সময় প্রিয়রঞ্জন দাসমুন্সি, তাঁকে জিজ্ঞাসা করেছিলেন কী সাহায্য দরকার। তিনি যে সাহায্যটা চেয়েছিলেন সেই সাহায্যটা ২০০৮ সালে পঞ্চায়েত নির্বাচনের আগে আলোক রাজকে পাঠানোর মধ্যদিয়ে সাহায্য করেছিলেন। মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী আরও বলেন, নন্দীগ্রামের আন্দোলনের সমসাময়িক কংগ্রেসের পক্ষ থেকে নন্দকুমারের খঞ্চিতে এক সভায় নন্দীগ্রাম আন্দোলনের আশীর্বাদক মন্তব্য রেখেছিলেন। তার জন্য তিনি কৃতজ্ঞ। মঙ্গলবার নন্দকুমারের পুয়্যাদা প্রাথমিক স্কুলের মাঠে প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সির প্রয়াণ বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ কথা বলেন রাজ্যের পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী।

English summary
Subhendu Adhikari remembers Priyaranjan Dasmunsi on Nandigram issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X