For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দু অধিকারীর উদ্যোগ, ত্রাণ বিলি গেঁওখালির পর্তুগিজ পাড়াতেও

শুভেন্দু অধিকারীর উদ্যোগ, ত্রাণ বিলি গেঁওখালির পর্তুগিজ পাড়াতেও

  • |
Google Oneindia Bengali News

ত্রাণ বিলি হল পূর্ব মেদিনীপুরে গেঁওখালির পর্তুগিজ পাড়াতেও। মূলত রাজ্যের পরিবহণ, সেচ ও জলপথ পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এই ত্রাণ বিলি করা হয়। হলদিয়া পুরসভায় সহযোগিতায় মিরপুর গ্রামের মানুষজনের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়।

মিরপুরের ২০০ পরিবারের হাতে ত্রাণ

মিরপুরের ২০০ পরিবারের হাতে ত্রাণ

ইতিহাসে স্থান করে নিয়ে মিরপুর গ্রাম। সেখানে আছে দুটি চার্চ। সেই গ্রামেরই ২০০ পরিবারের হাতে তুলে দেওয়া হয় ত্রাণ। ত্রাণ বিলিবন্টনে উপস্থিত ছিলেন হলদিয়া পুরসভার প্রতিনিধিরা।

দুঃস্থদের পাশে তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপরেটিভ ব্যাঙ্ক

দুঃস্থদের পাশে তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপরেটিভ ব্যাঙ্ক

এদিকে লকডাউন চলাকালীন পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দুঃস্থ মানুষদের পাশে তমলুক, ঘাটাল সেন্ট্রাল কোঅপরেটিভ ব্যাঙ্ক। ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে ২০ হাজার মানুষের হাতে রান্না করা খাবার তুলে দেওয়া হয়েছে। এছাড়াও প্রায় দেড় হাজার পরিবারের হাতে শুকনো খাবার তুলে দেওয়াও হয়। ২৭ এপ্রিল থেকে এই ত্রাণ বিতরণের কাজ শুরু হয়েছে।

ত্রাণের সঙ্গে দেওয়া হচ্ছে মাস্কও

ত্রাণের সঙ্গে দেওয়া হচ্ছে মাস্কও

যতদিন লকডাউন চলবে, ততদিন ত্রাণ বিতরণ চলবে বলে জানানো হয়েছে ব্যাঙ্ক পরিচালন কমিটির তরফে। শুধু ত্রাণই নয়, সঙ্গে মাস্কও বিতরণ করা হয়েছে।

'প্রার্থনায়' করোনা নির্মূল করা কি সম্ভব! ইচ্ছাশক্তি নিয়ে গবেষণা কোন পথে 'প্রার্থনায়' করোনা নির্মূল করা কি সম্ভব! ইচ্ছাশক্তি নিয়ে গবেষণা কোন পথে

English summary
Subhendu Adhikari orders to distribute relief at Partugese Para in Geokhali in East Midnapur.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X