For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দু কি পা বাড়িয়ে বিজেপির পথেই! ঘনিষ্ঠ নেতার বিস্ফোরক মন্তব্যে একুশের আগে জল্পনা তুঙ্গে

শুভেন্দু কি পা বাড়িয়ে বিজেপির পথেই! ঘনিষ্ঠ নেতার বিস্ফোরক মন্তব্যে একুশের আগে জল্পনা তুঙ্গে

  • |
Google Oneindia Bengali News

শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার তাঁর তৃণমূল কংগ্রেস ছাড়া যে স্রেফ সময়ের অপেক্ষা বলে মনে করে রাজনৈতিক মহল। কিন্তু তিনি কোনও দলে যেতে পারেন কিংবা তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে চলেছে, তা নিয়ে স্পষ্ট ইঙ্গিত এখনও মেলেনি। এবার শুভেন্দু-ঘনিষ্ঠ নেতার কথায় ধরা দিল শুভেন্দুর ভবিষ্যৎ গন্তব্য কী হতে চলেছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি হুঙ্কার শুভেন্দু-ঘনিষ্ঠের

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি হুঙ্কার শুভেন্দু-ঘনিষ্ঠের

শুভেন্দুর অন্য কোনও রাজনৈতিক দলে যোগদানের সম্ভাবনা যখন ক্রমশই দৃঢ় হচ্ছে, তখন শুভেন্দু ঘনিষ্ঠ নেতা কনিষ্ক পণ্ডা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি হুঙ্কার দিয়ে বসলেন। তারপর শুভেন্দু নিয়ে যে বার্তা দিলেন, তাতেই জল্পনার পারদ চড়ল ফের। মমতা নয়, শুভেন্দুকেই যে বাংলার দরকার, তা বোঝাতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কনিষ্ক।

‘শুভেন্দু অধিকারীকেই দরকার, আর ত্যাগ বলতে গেরুয়া’

‘শুভেন্দু অধিকারীকেই দরকার, আর ত্যাগ বলতে গেরুয়া’

শুভেন্দু ঘনিষ্ঠ কনিষ্ক বলেন, দিদির সব কিছুই ঢপ। দিদির স্বাস্থ্যসাথীও ঢপ। যখন হাসপাতালে নিয়ে যাবেন তাড়িয়ে দেবে। দিদির কাছে কোনও টাকা নেই। দিদির যা ঋণ আছে, তা শোধ হবে না। বাংলার মানুষ বুঝে গিয়েছেন শুভেন্দু অধিকারীকেই দরকার। আর ত্যাগ বলতে গেরুয়া।

শুভেন্দু গা ভাসাতে চলছেন দলবদলের হাওয়ায়, জল্পনা

শুভেন্দু গা ভাসাতে চলছেন দলবদলের হাওয়ায়, জল্পনা

শুভেন্দু-ঘনিষ্ঠ তৃণমূল নেতা কনিষ্ক পণ্ডার মুখে শুভেন্দুকে দরকার এবং ত্যাগ বলতে গেরুয়া-মন্তব্যেই জল্পনা তৈরি হয়েছে। পূর্ব মেদিনীপুরের জেলা তৃণমূল সম্পাদক কনিষ্ক পণ্ডার বক্তব্যে পরিষ্কার শুভেন্দু গা ভাসাতে চলছেন দলবদলের হাওয়ায়। বিধানসভা নির্বাচবের আগে শুভেন্দুকে নিয়ে জল্পনা ক্রমেই বেড়ে চলেছে।

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুকে প্রজেক্ট ঘনিষ্ঠের

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুকে প্রজেক্ট ঘনিষ্ঠের

২০২১ নির্বাচনের আখনও অনেক বাকি। কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল সম্পাদক ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুকে প্রজেক্ট করে দিয়েছেন। তাঁর দাবি মুখ্যমন্ত্রী হবেন শুভেন্দু অধিকারী। স্পষ্টভাবেই তিনি বলেন, মেদিনীপুরের ছেলেই বাংলার মুখ্যমন্ত্রী হবেন, অপেক্ষা করুন। শুবেন্দু-ঘনিষ্ঠে এহেন মন্তব্য নিয়ে জল্পনা তুঙ্গে।

মতুয়া ভোটের লক্ষ্যে আসছেন অমিত শাহ, শান্তনুর দুয়ারে সিএএ-বার্তা কৈলাশেরমতুয়া ভোটের লক্ষ্যে আসছেন অমিত শাহ, শান্তনুর দুয়ারে সিএএ-বার্তা কৈলাশের

English summary
Subhendu Adhikari is speculated to join in BJP due to his close aid leader comment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X