For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দু কি পৃথক মঞ্চ বা দল গড়তে চলছেন, দাদার অনুগামীদের সবুজ-কার্যালয়ে জল্পনা

শুভেন্দু কি পৃথক মঞ্চ বা দল গড়তে চলছেন, দাদার অনুগামীদের সবুজ-কার্যালয়ে জল্পনা

Google Oneindia Bengali News

শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে চলেছে এখনও স্পষ্ট নয়। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে তিনি তৃণমূলেই থাকবেন, নাকি তৃণমূল ছেড়ে অন্।য কোনও দলে নাম লেখাবেন, তা চূড়ান্ত অস্পষ্ট। এমনকী তিনি পৃথক কোনও মঞ্চ বা দল করবেন কি না, তাও সুষ্পষ্ট হয়নি। এই অবস্থায় দাদার অনুগামীরা নতুন কার্যালয় খুলে ফেললেন।

শুভেন্দু নতুন কোনও মঞ্চ বা দল গড়তে চলেছেন!

শুভেন্দু নতুন কোনও মঞ্চ বা দল গড়তে চলেছেন!

দাদার অনুগামীদের এই নবগঠিত কার্যালয়ই নতুন করে জল্পনার বাতাবরণ তৈরি করেছেন শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। তবে কি শুভেন্দু নতুন কোনও মঞ্চ বা দল গড়তে চলেছেন! তার একটা ইঙ্গিত বহন করছেন দাদার অনুগামীদের তৈরি এই কার্যালয়। পুরুলিয়ার এই কার্যালয় নিয়েই শুরু হয়েছে চর্চা।

‘দাদার অনুগামী’দের নয়া কার্যালয় উদ্বোধনে জল্পনা

‘দাদার অনুগামী’দের নয়া কার্যালয় উদ্বোধনে জল্পনা

পুরুলিয়ায় ‘দাদার অনুগামী'দের এই কার্যালয় উদ্বোধন করেছেন তৃণমূলের জেলা সভাপতি। উপস্থিত ছিলেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য থেকে শুরু করে তাবড় তৃণমূল নেতারা। এর ফলেই জল্পনা তৈরি হয়েছে, শুভেন্দু অধিকারী এবার তৃণমূল ছেড়ে অন্য কোনও দলে যোগ না দিয়ে পৃথক কোনও মঞ্চ বা পার্টি তৈরি করতে পারেন।

দাদার অনুগামীরা কার্যালয়ের রং সবুজ, জল্পনা বাড়ল

দাদার অনুগামীরা কার্যালয়ের রং সবুজ, জল্পনা বাড়ল

আবার জল্পনার শেষ এখানেই নয়, দাদার অনুগামীরা যে কার্যালয় খুলেছেন তার রং সবুজ। সেখানে নীল-সাদা নেই। নেই গেরুয়াও। ফলে শুভেন্দুর অনুগামীদের কার্যালয়ের রংও জল্পনাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। এতদিন শুভেন্দুর নীল-সাদা পার্টি ছেড়ে গেরুয়ার দিকে ঝুঁকতে পারেন বলেই মনে করছিল রাজনৈতিক মহলের একটা বড় অংশ।

অনুগামীরা সবুজ কার্যালয়ে, শুভেন্দু নিজে এখনও নীল-সাদাতেই

অনুগামীরা সবুজ কার্যালয়ে, শুভেন্দু নিজে এখনও নীল-সাদাতেই

শুভেন্দুর অনুগামীরা সবুজ কার্যালয় করলেও, শুভেন্দু নিজে অবশ্য এখনও নীল-সাদাতেই আছেন। মন্ত্রিত্ব ছাড়ার পর তাঁকে দুদিন যে মঞ্চে দেখা গিয়েছে, সেখানে নীল-সাদা পোশাকেই ছিলেন শুভেন্দু অধিকারী। তবে শুভেন্দুর ঘনিষ্ছ যে নেতা এদিন শুভেন্দুর সাংবাদিক বৈঠক নিয়ে বিবৃতি দেন, তাঁর মাথায় ছিল গেরুয়া পাগড়ি।

এক জল্পনায় জল ঢেলে আর এক জল্পনা শুভেন্দু-ঘনিষ্ঠের

এক জল্পনায় জল ঢেলে আর এক জল্পনা শুভেন্দু-ঘনিষ্ঠের

এক জল্পনায় জল ঢেলে শুভেন্দু-ঘনিষ্ঠ কনিষ্ক পণ্ডা আর এক জল্পনা তৈরি করলেন। তিনি জানান, রবিবার শুভেন্দু অধিকারী কোনও সাংবাদিক বৈঠক করছেন না। কবে তিনি সাংবাদিক বৈঠক করবেন এবং কোথায় করবেন, তা নিয়েও অবশ্য ইঙ্গিত দেন তিনি। তিনি জানান, শুভেন্দু অধিকারী খুব তাড়াতাড়িই জানাবেন তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে চলেছে। তিনি দক্ষিণ কলকাতার কোনও জায়গায় সাংবাদিক বৈঠক করে সবকিছু সামনে আনবেন বলে মন্তব্য করেন কনিষ্ক পণ্ডা।

কার্যালয় সবুজ, শুভেন্দুর কী অভীপ্সা একুশের আগে

কার্যালয় সবুজ, শুভেন্দুর কী অভীপ্সা একুশের আগে

একদিকে শুভেন্দু-ঘনিষ্ঠের সাংবাদিক বৈঠক নিয়ে মন্তব্য এবং দাদার অনুগামীদের পৃথক কার্যালয় খোলা। এবং সেই কার্যালয়কে সবুজ করে গড়ে তোলার পিছনে শুভেন্দুর কী অভীপ্সা রয়েছে, তা অনুমান করার চেষ্টা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তিনি তৃণমূলেই থাকেন না তৃণমূল ছেড়ে বিজেপি বা অন্য কোনও দলে যোগ দেন, নাকি তিনি নতুন দল গড়েন, তা নিয়ে ফের জল্পনা তৈরি হল।

শুভেন্দু-রাজীবদের নম্বর কম তৃণমূলে, কাদের নম্বর বেশি! একুশের আগে বিভাজনে জল্পনাশুভেন্দু-রাজীবদের নম্বর কম তৃণমূলে, কাদের নম্বর বেশি! একুশের আগে বিভাজনে জল্পনা

English summary
Subhendu Adhikari increases speculation with new party office of Dada’s followers at Purulia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X