For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নন্দীগ্রাম ছাড়িয়ে কলকাতার দিকেও 'হাত বাড়ালেন' শুভেন্দু! বার্তা নিয়ে বাড়ছে জল্পনা

শুধুমাত্র পূর্ব মেদিনীপুর কিংবা তাঁর বিচরণের মধ্যে পড়া জেলাগুলিতেই নিজেকে আবদ্ধ রাখতে রাজি নন। এবার তিনি কলকাতার কাছেই। শুভেন্দু অধিকারী (subhendu adhikari)। আর তা রাখবেনই বা কেন। নন্দীগ্রামের সভা থ

  • |
Google Oneindia Bengali News

শুধুমাত্র পূর্ব মেদিনীপুর কিংবা তাঁর বিচরণের মধ্যে পড়া জেলাগুলিতেই নিজেকে আবদ্ধ রাখতে রাজি নন। এবার তিনি কলকাতার কাছেই শুভেন্দু অধিকারী (subhendu adhikari)। আর তা রাখবেনই বা কেন। নন্দীগ্রামের সভা থেকে নিজের জনপ্রিয়তা দেখিয়েছেন শুভেন্দু। রাজনৈতিক বিশ্লেষকরা বলে থাকেন, রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) পর যদি কোনও নেতার জনপ্রিয়তা থেকে থাকে, তিনি হলেন শুভেন্দু অধিকারী।

নবান্নে ক্যাবিনেট বৈঠকে অনুপস্থিত

নবান্নে ক্যাবিনেট বৈঠকে অনুপস্থিত

একের পর এক ক্যাবিনেট বৈঠকে অনুপস্থিত শুভেন্দু অধিকারী। যার সঙ্গে যুক্ত হল বুধবারের বৈঠকও। যে বৈঠকে সরকারের গুরুত্বপূর্বণ সিদ্ধান্ত হিসেবে উঠে এসেছে, পুলিশের তিনটি ব্যাটেলিয়ন গঠনের সিদ্ধান্ত। নারায়ণী সেনা, গোর্খা আর জঙ্গলমহল ব্যাটেলিয়ন। এছাড়াও ২ মাসের মধ্যে শিক্ষকদের প্রায় ১৬ হাজার পদ পূরণের কথাও বলেছেন মুখ্যমন্ত্রী।

রাতে হাজির জ্যাংড়ায় কালী পুজোর উদ্বোধনে

রাতে হাজির জ্যাংড়ায় কালী পুজোর উদ্বোধনে

শুভেন্দু অধিকারীর সঙ্গে দল তথা সরকারের দূরত্ব যে বাড়ছে তা পরিষ্কার। বুধবার দুপুরে নবান্নের বৈঠকে হাজির না থাকলেও, রাতে তিনি হাজির ছিলেন বাগুইআটির জ্যাংড়ায় আমরা সবাই ক্লাবের কালী পুজোর উদ্বোধনে।

ফের শুভেন্দুর মুখে আমি নয়, আমরা

ফের শুভেন্দুর মুখে আমি নয়, আমরা

জ্যাংড়ায় কালী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে ফের তাঁর মুখে উঠে এল, আমি নয়, আমরা। নিজের স্বার্থ, পরিবারের স্বার্থ না দেখে সকলকে নিয়ে চলার বার্তা তিনি দেন। অনুষ্ঠানে স্থানীয় কোনও তৃণমূল নেতাকে দেখা যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য যে জায়গায় এই পুজোর উদ্বোধন হয়, তার পাশেই উত্তর ২৪ পরগনার তৃণমূল যুব সভাপতি দেবরাজ চক্রবর্তীর বাড়ি।

ভগিনী নিবেদিতার ১৫৩ তম জন্মদিনে স্বামীজির বাণী

ভগিনী নিবেদিতার ১৫৩ তম জন্মদিনে স্বামীজির বাণী

নিউ দিঘায় ভগিনী নিবেদিতার ১৫৩ তম জন্মদিনে স্বামীজির বাণী স্মরণ করেছিলেন শুভেন্দু অধিকারী। নিজের বক্তব্যের মধ্যে স্বামীজির প্রসঙ্গ টেনে তিনি বলেন, স্বামী বিবেকানন্দ বলে গিয়েছেন, কেউ একক শক্তিতে কোনও কাজ করতে পারে না। তিনি বলেছিলেন, আমি আমি হল সর্বনাশের মূল। যাঁরা আমরা আমরা করেন তাঁরাই টিকে থাকেন বলেও মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী।

আমি নয় আমরার বার্তা ছিল ফিরহাদেরও

আমি নয় আমরার বার্তা ছিল ফিরহাদেরও

এদিকে শুধু শুভেন্দু অধিকারীই নন, আমি নয়, আমরার বার্তা ছিল পুরমন্ত্রী ফিরহাদ হাকিমেরও। ১০ নভেম্বর নন্দীগ্রাম দিবসে হাজরাকাটায় তৃণমূলের সভায় ফিরহাদ হাকিমকে বলতে শোনা গিয়েছে, শুধু আমি নয়, আমরাকে নিয়ে চলতে হবে। ঐক্যবদ্ধভাবে বাঁচতে হবে। তিনি বলেছিলেন, আমিত্ব নয়, আমরা আমরা আমরা। একা থাকলে শক্তি থাকবে না। আমরা হলেই হবে শক্তি।

শুক্রবার বাঁকুড়ায় যাচ্ছেন শুভেন্দু

শুক্রবার বাঁকুড়ায় যাচ্ছেন শুভেন্দু

১৩ নভেম্বর শুক্রবার বাঁকুড়ায় যাচ্ছেন শুভেন্দু অধিকারী। রবীন্দ্র সরণী ইউনাইটেড ক্লাবের শ্যামা প্রতিমার মূর্তির উন্মোচন অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানো হয়েছে। পুজোর মাস থেকেই অরাজনৈতিক সভায় যোগ দেওয়া শুরু করেছেন শুভেন্দু অধিকারী। কোলাঘাট, নন্দীগ্রামে বিজয়া সম্মিলনীর পর মুর্শিদাবাদে ডুবে যাওয়া ৫ যুবকের পরিবারের পাশে। পরে দলীয় নেতার স্মরণ সভায় হাজিরা। এরপরেই নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে নন্দীগ্রাম দিবসের সভা। তারপরেই কলকাতার কাছে জ্যাংড়ায় পুজোর উদ্বোধন।

English summary
Subhendu Adhikari inaugurates Kali Puja of Amra Sabai club in Gyanrah near to Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X