For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমি-আমি ছাড়ুন, আমরা বলুন, দিলীপ-গড় জিতে পুরসভায় পাখির চোখ শুভেন্দু অধিকারীর

তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের ভূয়সী প্রশংসা করে শুভেন্দু বলেন, সৌজন্য বজায় রেখে চলতে হবে। আর আমিত্ব ছেড়ে ‘আমরা’র নীতিতে চলতে হবে। তিনি ঘুরিয়ে খড়গপুরের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েই বার্তা দেন।

Google Oneindia Bengali News

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের খাসতালুকে জয় ছিনিয়ে নেওয়ার পর সৌজন্যের রাজনীতিতে জোর দিতে চাইলেন শুভেন্দু অধিকারী। তিনি বিজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ সরকারের ভূয়সী প্রশংসা করে বলেন, সৌজন্য বজায় রেখে চলতে হবে। আর আমিত্ব ছেড়ে 'আমরা'র নীতিতে চলতে হবে। তিনি ঘুরিয়ে খড়গপুরের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েই বার্তা দেন। সকলকে একসঙ্গে চলার কথা বলেন।

আমি আমি ছেড়ে সবাই আমরা নীতি গ্রহণ করুন

আমি আমি ছেড়ে সবাই আমরা নীতি গ্রহণ করুন

খড়গপুরে জিতে তিনি এলাকার সমস্ত তৃণমূল নেতাকে ধন্যবাদ দিয়েছেন। শুভেন্দু বলেন, এলাকার সমস্ত নেতা একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছিলেন বলেই এই জয় সম্ভব হয়েছে। ২০১১ ও ২০১৬-য় আমরা যা পারিনি, এবার তা পেরেছি ঐক্যবদ্ধতায় ভর করে। আমরা সবাই এক হয়ে লড়েছি। আমি আমি ছেড়ে সবাই আমরা নীতি গ্রহণ করতে পেরেছি বলেই এই সাফল্য। আমাদের তা বজায় রাখতে হবে।

খড়গপুরবাসীকে জয় উৎসর্গ করলেন শুভেন্দু

খড়গপুরবাসীকে জয় উৎসর্গ করলেন শুভেন্দু

এই জয় খড়গপুরবাসীকে উৎসর্গ করলেন তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী তিনি খড়গপুরকে মডেল তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন। এবং নতমস্তকে প্রণাম জানিয়েছেন শহরবাসীকে। প্রদীপ সরকার ৪৭ হাজার ভোটের ব্যবধান মুছে ২১ হাজার ভোটে জিতেছেন। সে জন্য শুভেন্দু তাকে ধন্যবাদ দিয়েছেন। ধন্যবাদ দিয়েছেন তাঁর সৌজন্যের রাজনীতির জন্য।

সৌজন্যের নজির তৃণমূলের বিজয়ীর

সৌজন্যের নজির তৃণমূলের বিজয়ীর

উল্লেখ্য, ভোটে জয়ী হওয়ার পর গণনাকেন্দ্রেই কংগ্রেস প্রার্থী মাস্টারমশাই চিত্তরঞ্জন মণ্ডলের পা ছুঁয়ে প্রণাম করেছেন। একসঙ্গে বিজেপি প্রার্থী প্রেমচন্দ্র ঝা, নির্দলপ্রার্থী প্রদীপ পট্টনায়কের সঙ্গে সৌজন্য বিনিময় করেছেন হাতে হাত রেখে। এটা সৌজন্যের নজির। এই সৌজন্যের রাজনীতি বজায় রাখতে হবে। বছর ঘুরলেই পুরসভা নির্বাচন। এরপর ২০২১-এর লড়াই তাই মানুষের পাশে থাকতে হবে প্রতিনিয়ত। ময়দান ছাড়লে চলবে না।

English summary
Subhendu Adhikari gives message of unity to TMC. He gives message to stand beside Kharagpur and advices courtesy politics to elected MLA.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X