মুকুল রায়কে ‘বড় নেতা’ বললেন শুভেন্দু অধিকারী! নির্বাচনী প্রচারে বিলোলেন ধৈর্য্য ধরার পরামর্শ
মুকুল রায় বলছেন, যেখানে শুভেন্দু অধিকারী, সেখানেই তৃণমূলের হার। মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের পর খড়গপুরেও তাই হারবে তৃণমূল। মুকুলের এহেন ব্যাখ্যা শুনে শুভেন্দু বড় নেতা আখ্যা দিলেন তাঁকে। তারপর বললেন, যা বলার বলবেন উপনির্বাচনের ফলাফল প্রকাশের পর। কে হারবে, কে জিতবে, সেদিনেই দেখতে পাবেন বাংলার মানুষ।

শুভেন্দু বললেন ‘বড়় নেতা’ মুকুল রায়!
মুকুল রায়ের আক্রমণ নিয়ে পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী কোনও পাল্টা মন্তব্য করতে চাননি। তিনি শুধু জানান, উনি বিজেপির বড় নেতা। উনি এইরকম ব্যাখ্যা করতেই পারেন। ব্যক্তিগত আক্রমণও করতে পারেন। এই নির্বাচনের ফলই কথা বলবে আমাদের হয়ে। তাই ততদিন পর্যন্ত চুপ থাকাই শ্রেয়।

শুভেন্দু-মুকুল দ্বৈরথ উপনির্বাচনে
খড়গপুর সদর বিধানসভা উপনির্বাচনের প্রচারে তৃণমূল পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী চষে বেড়াচ্ছেন কেন্দ্র। একই সঙ্গে এই কেন্দ্রের প্রচারে এসেছেন বিজেপি নেতা প্রাক্তন তৃণমূলী মুকুল রায়। তিনি খড়গপুরে পদযাত্রায় অংশ নিয়ে শুভেন্দুকে একহাত নেন। শুভেন্দু মুকুলকে নিশানার রাস্তায় না গিয়ে বিজেপির ব্যর্থতা, দিলীপ ঘোষের ব্যর্থতা তুলে ধরেন।

মুকুল-ভাষ্যে উপনির্বাচনে বিজেপির জয়
রেল শহর খড়গপুরের উপনির্বাচনে তাই বিজেপির জয় নিশ্চিত হয়ে গিয়েছে। কোনও সংশয়ই নেই তাঁদের। দু-দলের চাপান-উতোরের মধ্যে মোক্ষম এক কারণ ব্যাখ্যা করলেন মুকুল রায়। শুভেন্দুকে দায়িত্ব দেওয়ার পরই আমরা নিশ্চিত হয়ে গিয়েছি এই কেন্দ্রের জয় নিয়ে। তাই আমরা এখন চেষ্টা করছি, জযের মার্জিন কতটা বাড়িয়ে নেওয়া যায়।
শুভেন্দু একাই হারিয়ে দেবে তৃণমূলকে! নির্বাচনী প্রচারে গিয়ে নিশ্চিত জয়ের ব্যাখ্যা মুকুলের