For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নন্দীগ্রামকে নিয়ে 'চিন্তা'! বিরোধীদের প্রতিরোধের ডাক শুভেন্দুর

সিপিএমের হার্মাদরা বিজেপির জার্সি পরে নন্দীগ্রামকে ক্ষত বিক্ষত করছে ৷ জমি আন্দোলনের ধাত্রীভূমি নন্দীগ্রামকে নতুন করে রক্তাক্ত হতে দেব না। গণতান্ত্রিক পথে এর বদলা নেওয়া হবে। বললেন শুভেন্দু অধিকারী।

  • |
Google Oneindia Bengali News

সিপিএমের হার্মাদরা বিজেপির জার্সি পরে নন্দীগ্রামকে ক্ষত বিক্ষত করছে ৷ জমি আন্দোলনের ধাত্রীভূমি নন্দীগ্রামকে নতুন করে রক্তাক্ত হতে দেব না। গণতান্ত্রিক পথে এর বদলা নেওয়া হবে। রবিবার বিকালে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের ডাকা বিক্ষোভ মিছিলে যোগ দিয়ে একথা বললেন পরিবহন মন্ত্রী তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী৷

নন্দীগ্রামকে নিয়ে চিন্তা! বিরোধীদের প্রতিরোধের ডাক শুভেন্দুর

শুভেন্দু অধিকারী প্রায় পাঁচ হাজার কর্মী সমর্থক নিয়ে ২ নম্বর ব্লকের ভীমবাজার থেকে শুরু করে রেয়াপাড়া বড় ব্রিজ হয়ে শিব মন্দিরের পাশ দিয়ে আবার ভীমবাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার পদ হাঁটেন৷ পদযাত্রার শেষে শুভেন্দু অধিকারীর অভিযোগ, ২০০৭ থেকে ২০১১ পর্যন্ত যারা নন্দীগ্রামে ধর্ষণ, লুট, খুন, অত্যাচার করেছিল, বিজেপির নাম ধরে তারাই আবার অত্যাচার শুরু করেছে৷
৪ এপ্রিল তারা মনোনয়ন জমার নাম করে ৭০-৮০ জন রেয়াপাড়ার একটি হোটেলে ঢুকে নিরীহ ৪ জন তৃণমূল কর্মীকে মারধর করেছে৷ তাদের মধ্যে একজন তমলুক জেলা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী৷ তিনজন আহত হয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে চিকিৎসাধীন৷ ভোটে এই অত্যাচারের গণতান্ত্রিক বদলা নেওয়ার ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী।
আগামী ১ মে নন্দীগ্রামে মোট ১০৪ টি আসনে তৃণমূল প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করে সবুজ আবির উড়াবেন সাধারণ মানুষ। বলেছেন শুভেন্দু। তিনি জানিয়েছেন, যারা মারধর করেছিল এমন ৩০ জনের নামে এফআইআর করা হয়েছে৷ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

English summary
Subhendu Adhikari appeals to the People of Nandigram to elect TMC candidates in Panchayat Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X