For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাবুল সুপ্রিয় বিরুদ্ধে এফআইআর যাদবপুর থানায়, উসকানির অভিযোগ বাম-ছাত্রদের

যাদবপুর-কাণ্ডে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে এফআইআর দায়ের হল যাদবপুর থানায়। যাদবপুরের ছাত্রদের তরফে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল।

  • |
Google Oneindia Bengali News

যাদবপুর-কাণ্ডে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে এফআইআর দায়ের হল যাদবপুর থানায়। যাদবপুরের ছাত্রদের তরফে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল। যাদবপুরে বাবুল সুপ্রিয় নিগৃহীত হলেও তিনি ছাত্রদের বিরুদ্ধে কোনওরকম পুলিশি অভিযোগ করেনি। শুক্রবার বিজেপির তরফে অগ্নিমিত্রা পালের শ্লীলতাহানির অভিযোগে এফআইআর করা হয়েছিল শুধু।

বাবুল সুপ্রিয় বিরুদ্ধে এফআইআর যাদবপুর থানায়, উসকানির অভিযোগ বাম-ছাত্রদের

যাদবপুরের ছাত্রদের তরফে কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে উসকানির অভিযোগ আনা হয়। সেই অভিযোগেই এফআইআর দায়ের করা হয় বাবুলের বিরুদ্ধে। অভিযোগ, বাবুলের উসকানিতেই সরগরম হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। ক্যাম্পাসে হামলা ও ভাঙচুর চালায় এবিভিপি কর্মীরা। উল্লেখ্য, যাদবপুরে এবিভিপি-র অনুষ্ঠানেই গিয়েছিলেন বাবুল।

উসকানির পরই যাদবপুরে বিক্ষোভের মুখে পড়েন বাবুল সুপ্রিয়। তাঁকে প্রায় ছ-ঘণ্টা আটকে রাখা হয়। তারপর রাজ্যপাল গিয়ে বাবুলকে উদ্ধার করেন। এই ঘটনায় বমপন্থী ছাত্রসংগঠনগুলি অভিযোগের আঙুল তোলে কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়র দিকেই। এদিন সেইমতোই হল এফআইআর।

[ তৃণমূল বনাম তৃণমূল দ্বন্দ্ব মিটিয়ে টলমল 'গদি' রক্ষা চেয়ারম্যানের! তবু বিরোধ রয়েই গেল][ তৃণমূল বনাম তৃণমূল দ্বন্দ্ব মিটিয়ে টলমল 'গদি' রক্ষা চেয়ারম্যানের! তবু বিরোধ রয়েই গেল]

এদিকে যাদবপুরে ছত্রদের নিগৃহীত হয়েও কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় গান্ধীগিরি দেখালেন। যে ছাত্র তাঁকে নিগ্রহ করেছে, তাঁর চুলের মুটি ধরে নাড়া দিয়েছে, তাকে তিনি ক্ষমা করে দিয়েছেন। ওই ছাত্রের ক্যান্সার আক্রান্ত মাকে আশ্বস্ত করে বাবুল জানিয়েছেন, তিনি তাঁর ছেলের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেবেন না।

[ মোদীর সাহায্য চাইতে হাউস্টনে জমায়েত বালোচ, সিন্ধি, পাস্তোদের][ মোদীর সাহায্য চাইতে হাউস্টনে জমায়েত বালোচ, সিন্ধি, পাস্তোদের]

English summary
Students file FIR against Babul Supriyo and allege provocation in Jadavpur. Though Babul shows Ganbdhigiri against Jadavpur’s student,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X