রবীন্দ্রভারতীর বসন্তোৎসবে বিকৃত সংস্কৃতি, তরুণীদের খোলা পিঠে আবিরে লেখা অশ্লীলতা
ফের অপসংস্কৃতি গ্রাস করল রবীন্দ্রভারতীর মতো পবিত্র এক শিক্ষাপ্রতিষ্ঠানে। রবীন্দ্রভারতীয় বিটি রোড ক্যাম্পাসের বসন্তোৎসবে একদল তরুণ-তরুণীর উচ্ছৃঙ্খলতায় বিতর্ক তৈরি হল ঐতিহ্যবাহী অনুষ্ঠানে। রঙিন বসন্তোৎবের আড়ালে কদর্য চেহারা বেরিয়ে এল এক শ্রেণির ছাত্রছাত্রী বা তরুণ-তরুণীর। নেট দুনিয়ায় তা মূহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে।

কিছুদিন আগে রোদ্দুর রায় রবীন্দ্রনাথের গান 'চাঁদ উঠেছিল গগনে' বিকৃত করে গেয়ে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল। এবার এই বিকৃত গান ব্যবহার করেই বিকারগ্রস্ত মানসিকতার বহিঃপ্রকাশ হল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে। এই ঘটনাকে সাংস্কৃতিক বিকার হিসেবে বর্ণনা করেছেন শিক্ষাবিদরা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যে পাঁচ ছাত্রছাত্রী ভুল স্বীকার করে মুচেলকা দিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় সদ্য ভাইরাল হওয়া এই ছবিতে দেখা গিয়েছে- চারজন তরুণী পিছনে ফিরে দাঁড়িয়ে রয়েছে।
তাদের পঠে আবির দিয়ে লেখা বিকৃত রবীন্দ্রসঙ্গীতের লাইন। যে বিকৃত সঙ্গীত ভাইরাল করেছিলেন রোদ্দুর রায় নামে জনৈক এ ব্যক্তি। আর ওই তরুণীর দিকে পিছন ফিরে বেস রয়েছেন তিন যুবক। তাদের বুকে লেখা অশ্লীল গালিগালাজ।
এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্ক শুরু হয়েছে। রবীন্দ্রভারতী কর্তৃপক্ষ সবদিক খতিয়ে দেখে বিধিবদ্ধ বন্দোবস্ত নিচ্ছে। ইতিমধ্যে পাঁচ ছাত্রছাত্রী ভুল স্বীকার করে হাজির হয়েছে। বাকিদের খোঁজ চলছে। হাজির হওয়া পাঁচজন ছাত্রছাত্রীর সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এই মর্মে এফআইআরও হয়েছে এই অরুচিকর ঘটনার প্রতিবাদে।
কলকাতায় করোনা ভাইরাস আতঙ্ক, বেলেঘাটা আইডিতে ভর্তি ৮ জন