For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হঠাৎ দেওয়ালে ফুটে উঠল ‘অজানা’ হাত, পরক্ষণেই উধাও! স্কুলে কি তবে ভূত আছে

স্কুলের বাথরুমের দেওয়ালে অদ্ভুতুড়ে হাতের ছাপ স্পষ্ট। কখনও বাম পাশের দেওয়ালে হাতের ছাপ তো, কখনও ডানদিকে। দেওয়ালের উপর হাতের ছাপ আবার পরক্ষণেই উধাও। তাতেই থরহরি কম্প ছাত্রীদের।

  • |
Google Oneindia Bengali News

স্কুলের বাথরুমের দেওয়ালে অদ্ভুতুড়ে হাতের ছাপ স্পষ্ট। কখনও বাম পাশের দেওয়ালে হাতের ছাপ তো, কখনও ডানদিকে। দেওয়ালের উপর হাতের ছাপ আবার পরক্ষণেই উধাও। তাতেই থরহরি কম্প ছাত্রীদের। ভয়ে স্কুলে যাওয়াই বন্ধ করেছে তারা। কী উপায় সমাধানের? ভেবে কূল-কিনারা পাচ্ছেন না শিক্ষক-শিক্ষিকারা!

হঠাৎ দেওয়ালে ফুটে উঠল ‘অজানা’ হাত, পরক্ষণেই উধাও! স্কুলে কি তবে ভূত আছে

শিক্ষক-শিক্ষিকাদের একাংশ মনে করছেন, এই ঘটনা পুরোপুরি মনস্তাত্বিক। অতিরিক্ত ভৌতিক সিরিয়াল দেখাই এই আতঙ্কের পিছনে রয়েছে বলে তাঁদের অভিমত। এই অবস্থায় মনোরোগ বিশেষজ্ঞদের এনে স্কুলে সচেতনতামূলক শিবির করার উদ্যোগ নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। চাঞ্চল্যকর এই ঘটনা পরম্পরায় এখন খবরের শিরোনামে জলপাইগুড়ি বিবেকানন্দ হাইস্কুল।

জলপাইগুড়ি শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে কোনপাকুরির এই স্কুলে ছাত্র-ছাত্রী সংখ্যা হাজারেরও বেশি। পঠনপাঠনে বেশ ভালোই স্কুল। কিন্তু সম্প্রতি ভূতের আতঙ্ক পেয়ে বসেছে স্কুলে। ছাত্রীদের মনে বাসা বেঁধেছে ভয়। এই অবস্থায় ভূতের আতঙ্কের গ্রাস থেকে ছাত্রীদের কী করে স্কুলমুখো করা যায়, সেটাই চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা।

[আরও পড়ুন:অসমে এনআরসি থেকে বাতিল ৪০ লক্ষ মানুষ আবেদনে পাচ্ছেন ২ মাস সময়, নির্দেশ সুপ্রিম কোর্টের][আরও পড়ুন:অসমে এনআরসি থেকে বাতিল ৪০ লক্ষ মানুষ আবেদনে পাচ্ছেন ২ মাস সময়, নির্দেশ সুপ্রিম কোর্টের]

জনৈক এক ছাত্রীর দাবি, স্কুলের বাথরুমে হাতের ছাপ দেখেছে সে। আবার খানিক পরেই সেই ছাপ উধাও হয়ে গিয়েছে। পরক্ষণেই ছাপ দেখা গিয়েছে দেওয়ালের অন্যত্র। আবার কোনও ছাত্রী দাবি করেছে, বাড়ির পাশের একটি লিচু গাছে লম্বা চুলের ভূত দেখেছে সে। তাই কার্যত ঘরবন্দি তারা। স্কুলে আসা বন্ধ।

[আরও পড়ুন:পঞ্চায়েতে ৯৬ শতাংশ আসনে বিজেপির 'রেকর্ড' জয়ে হাসছে তৃণমূল! হাসছে গণতন্ত্র][আরও পড়ুন:পঞ্চায়েতে ৯৬ শতাংশ আসনে বিজেপির 'রেকর্ড' জয়ে হাসছে তৃণমূল! হাসছে গণতন্ত্র]

প্রধান শিক্ষিকা বলেন, এই অবস্থায় হাত গুটিয়ে বসে নেই তাঁরা। তাঁদের ধারণা, এসব ঘটছে অতিরিক্ত ভৌতিক সিরিয়াল দেখার কারণে। সেই কারণেই ছাত্রছাত্রীদের মনোবন বাড়ানোর উদ্যোগ নিয়েছেন তাঁরা। ছাত্রছাত্রীদের সচেতনতার পাঠ দিতে চান শিক্ষিকারা। ইতিমধ্যেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সঙ্গে তাঁরা যোগাযোগ করেছেন। সেখান থেকে মনোরোগ বিশেষজ্ঞ এনে পাঠ দেওয়া হবে সচেতনতার।

[আরও পড়ুন:চিকিৎসক নেই! রোগীর পরিবারের বিক্ষোভের মুখে বামেদের ঘাড়ে দোষ চাপালেন মন্ত্রী][আরও পড়ুন:চিকিৎসক নেই! রোগীর পরিবারের বিক্ষোভের মুখে বামেদের ঘাড়ে দোষ চাপালেন মন্ত্রী]

English summary
Students are afraid of ghosts in Jalpaiguri’s school. Students stop to come in School. The School is in trouble for ghost panic,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X