For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাবুলের তরফে দেশ থেকে বিতাড়িত হওয়ার হুমকি, মন্ত্রীকে নিস্বার্থ ক্ষমা চাইতে বললেন যুবক

Google Oneindia Bengali News

নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে করা বাবুল সুপ্রিয়র এক ফেসবুক পোস্টে কয়েকদিন আগেই এক যুবককে ভারত থেকে বিতাড়িত করার কথা বলেছিলেন। যা নিয়ে বেশ তোলপাড় হয় রাজনৈতিক মহল। বাবুলের সেই মন্তব্যের পর তাঁর বিরুদ্ধে পাল্টা সরব হন নেটিজেনরা। এবার যে যুবককে বাবুল দেশ থেকে বিতারিত করার কথা বলেছিলেন সেই মুস্তাফিজউর রহমান জনসমক্ষে বাবুলকে ক্ষমা চাওয়ার দাবি তুললেন।

ঘটনার সূত্রপাত

ঘটনার সূত্রপাত

নাগরিকত্ব সংশোধন বিল আইনে রূপান্তরিত হওয়ার পর থেকেই দেশে এই নিয়ে বিক্ষোভ প্রদর্শন চলেছে বিভিন্ন স্থানে। বিশেষ করে দেশের নামকরা বিশ্ববিদ্যালয়গুলির ছাত্ররা এই নিয়ে বেশ সরব হয়েছেন। সেই রেশ ধরেই যাদবপুরে সমাবর্তনে আন্তর্জাতিক সম্পর্কের ছাত্রী দেবস্মিতা চৌধুরী আইনের প্রতিলিপি ছিঁড়ে ফেলেন। সেই ঘটনায় ছাত্রীর পাশে দাঁড়ান তাঁর বাবা-মা।

ক্ষেপে যান বাবুল

ক্ষেপে যান বাবুল

এদিকে বিজেপির এক সমর্থক অভিভাবকদের ভূমিকা নিয়ে একটি পোস্ট করেন। সেই পোস্টটি আবার বাবুল সুপ্রিয় নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে দেন। তারপরই বিতর্কের সূত্রপাত। বিরুদ্ধমত পোষণ করে বসেন জনৈক যুবক মুস্তাফিজউর রহমান। বিরুদ্ধমত পোষণ করতে পারেননি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। মুস্তফিউর লেখেন- 'বাবুলদা আপনি কতটা শিক্ষিত, আপনার গুরু কত শিক্ষিত যে কি না গরু থেকে সোনা বের করে।' এরপরই ক্ষেপে যান বাবুল।

কী বলেন বাবুল

কী বলেন বাবুল

বাবুল লেখেন, 'আগে তোমায় তোমার দেশে পাঠাই তারপর তোমায় পোস্টকার্ডে জবাব দেব।' এই মন্তব্যের প্রেক্ষিতেইই মুজ্তাফিজউর এবার বাবি তোলেন যে একজন কেন্দ্রীয় মন্ত্রী হবে কী ভাবে শুধু মাত্র মুসলিম হওয়ায় তাঁকে এরকম বলতে পারেন বাবুল। এভাবে কেন্দ্রীয় মন্ত্রী সমস্ত মুসলিম সম্প্রদায়কে আক্রমণ করেছেন। এর জন্যে দেশের সামনে বাবুলের উচিত নিস্বার্থ ভাবে ক্ষমা চাওয়া।

English summary
student seeks Unconditional Apology from bjp mp babul supriyo after he was asked to leave country
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X