For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতায় আছড়ে পড়ল প্রবল ঝড়, গরম থেকে স্বস্তি কি মিলবে

গরমের প্যাঁচপ্যাঁচানিতে প্রাণ ওষ্ঠাগত। সারাক্ষণ ঘেমে নিয়ে একসা। সবে বৈশাখ, কিন্তু রোদের মৌতাতে ঝলসে যাওয়ার উপক্রম। বৃহস্পতিবারও দিনভর সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করেছে।

  • By Amartya Lahiri
  • |
Google Oneindia Bengali News

গরমের প্যাঁচপ্যাঁচানিতে প্রাণ ওষ্ঠাগত। সারাক্ষণ ঘেমে নিয়ে একসা। সবে বৈশাখ, কিন্তু রোদের মৌতাতে ঝলসে যাওয়ার উপক্রম। বৃহস্পতিবারও দিনভর সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করেছে। আপেক্ষিক আদ্রতাও ছিল ৬০-এর উপরে। এই পরিস্থিতিতে পূর্বাভাস অনুযায়ী কলকাতায় আছড়ে পড়ল ৬০ কিলোমিটার গতিবেগের ঝড়। এরসঙ্গে বিক্ষিপ্ত বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টিও শুরু হয়েছে।

কলকাতায় আছড়ে পড়ল প্রবল ঝড়, গরম থেকে স্বস্তি কি মিলবে

বৃহস্পতিবার সন্ধ্যার মুখেই পূর্ব মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে ঝড় এবং বৃষ্টি শুরু হয়ে যায়। ঝড় ও বজ্র-বিদ্যু-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয় দুই ২৪ পরগনা, হাওড়া-তেও। প্রশাসনকেও সতর্ক করা হয়। কারণ, গত সপ্তাহেই ১০ সেকেন্ডে দুই কালবৈশাখী সমস্তকিছু লন্ডভণ্ড করে দিয়েছিল। যার ভোগান্তি সাধারণ মানুষকে পোহাতে হয়েছিল অন্তত তিন দিন ধরে।

দিন কয়েক ধরেই গরমের সঙ্গে সঙ্গে অসহনীয় পরিস্থিতি তৈরি হচ্ছে। বাতাসে আপেক্ষিক আদ্রতায় ঘামও ঝরছে বহু পরিমাণে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এই পরিস্থিতিতে বাতাসে যথেষ্ট জলকণা ঢুকে পড়েছে। যার জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে বজ্র-গর্ভ মেঘের সঞ্চারও হয়েছে। আর এর জন্য দক্ষিণবঙ্গের ৬ জেলায় ঝড় ও বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।

আবহাওয়া দফতর যা পূর্বাভাস দিয়েছিল তাতে বৃহস্পতিবার সন্ধ্যাতেই ৬০ কিমি বেগে এই ঝড় কলকাতায় আছড়ে পড়ার কথা ছিল। হাওড়া ও দুই ২৪ পরগনায় এই ঝড় আগে আছড়ে পড়েছে। এই ঝড় ও বিক্ষিপ্ত বৃষ্টিতে পারদ কিছুটা হলেও নামার সম্ভাবনা রয়েছে।

English summary
Weather forecast has stated that Kolkata and along with 6 district will get thunder strom in the evening.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X