For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিক্ষিপ্ত কিছু সংঘর্ষের ঘটনা ছাড়া ধর্মঘটের প্রভাব পড়ল না রাজ্যে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২ সেপ্টেম্বর : কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকা সাধারণ ধর্মঘটে প্রভাব তেমন পড়ল না রাজ্যে। এখনও পর্যন্ত যে ছবি ধরা পড়েছে তাতে দেখা গিয়েছে যান বাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ধর্মঘট মোকাবিলায় রাজ্য জুড়ে কড়া পুলিশি নিরাপত্তা।
বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় রয়েছেন পুলিশের পদস্থ অফিসাররা। চলছে পুলিশি টহলদারি। [মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে ধর্মঘটের দিনও সচল শহর কলকাতা]

রাজ্যের বিভিন্ন জালাগুলিতে ধর্মঘটের মিশ্র প্রভাব লক্ষ করা গিয়েছে। হলদিয়া, দুর্গাপুর, ব্যারাকপুর, আসানসোলের মতো শিল্পাঞ্চল এলাকায় ধর্মঘটের প্রভাব পড়েনি বললেই চলে। তবে ধর্মঘটকে কেন্দ্র করে বিক্ষিপ্ত কিছু অশান্তির ছবি ধরা পড়েছে। মধ্যমগ্রামে। ধর্মঘট সমর্থনকারীদের মিছিলে হামলার অভিযোগ উঠেছে সেখানে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া কোচবিহার, শিলিগুড়িতে ধর্মঘট ঘিরে বিক্ষিপ্ত কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিক্ষিপ্ত কিছু সংঘর্ষের ঘটনা ছাড়া ধর্মঘটের প্রভাব পড়ল না রাজ্যে

শিলিগুড়িতে ধর্মঘটের সমর্থনে মিছিল করার জেরে বামফ্রন্ট নেতা অশোক ভট্টাচার্য্যকে সহ ৭০ জনকে গ্রেফতার করে পুলিশ। বহরমপুরেও ধর্মঘট ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোচবিহারে সরকারি বাসে ভাঙচুরের ঘটনাও সামনে এসেছে।

সাধারণ ধর্মঘটের জেরে দক্ষিণ-পূর্ব রেলের ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ওড়িশার বালেশ্বর, জলেশ্বর স্টেশনে অবরোধের জেরে একাধিক দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে পড়ে। ধর্মটের ফলে ইস্ট-কোস্ট ডিভিশনের বেশ কিছু ট্রেন আটকে পড়ার খবর সামনে এসেছে। ভুবনেশ্বর স্টেশনে জনশতাব্দী এক্সপ্রেসও আটকে পড়ে।

English summary
strike is almost effectless in west Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X