For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উলটপুরান! নেতা খুনে তৃণমূলের ডাকে বনধ সফল, শুনশান রাস্তাঘাট, বন্ধ দোকানপাট

ব্যান্ডেলে তৃণমূল নেতা দিলীপ শ্রীরাম খুনের ঘটনার প্রতিবাদে রবিবার চুঁচুড়া বনধে পালিত হল। রবিবার সকাল থেকে রাস্তাঘাট ছিল শুনশান। দোকানপাটও ছিল বন্ধ।

Google Oneindia Bengali News

ব্যান্ডেলে তৃণমূল নেতা দিলীপ শ্রীরাম খুনের ঘটনার প্রতিবাদে রবিবার চুঁচুড়া বনধে পালিত হল। রবিবার সকাল থেকে রাস্তাঘাট ছিল শুনশান। দোকানপাটও ছিল বন্ধ। ব্যান্ডেল ও চুঁচুড়ায় অধিকাংশ দোকান, ব্যান্ডেল বাজার, বালির মোড়, চকবাজার, রবীন্দ্রনগর বাজার ও খড়ুয়া বাজারও এদিন খোলেনি। মাছ ও সবজি বাজারও ছিল বন্ধ।

উলটপুরান! নেতা খুনে তৃণমূল ডাকে বনধ সফল চুঁচুড়ায়

শনিবার সকালে ব্যান্ডেল স্টেশনে ঢোকার মুখে দুষ্কৃতকারীদের গুলিতে খুন হন ব্যান্ডেলের পঞ্চায়েত প্রধান রীতু সিংয়ের স্বামী দিলীপ রাম। এরপর চুঁচুড়া বনধ ডাকে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের ডাকে এই বনধ নিদেন পক্ষে সফল। একইসঙ্গে তৃণমূল কংগ্রেসের ডাকা বনধ বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ ক্ষমতায় আসার পর থেকেই তৃণমূল কংগ্রেস ছিল বনধবিরোধী।

এদিকে পুলিশ তদন্তে হুগলির ব্যান্ডেলে পঞ্চায়েত প্রধান রীতু সিংয়ের স্বামী তৃণমূল নেতা দিলীপ রাম হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। তদন্তকারীরা জানতে পেরেছেন, দিন দুয়েক আগে দিলীপ রামকে হুমকি দেওয়া হয়েছিল খুনের। দু-দুবার খুনের হুমকি ফোন এসেছিল তাঁর কাছে। পুলিশ জানতে পেরেছে সেই ফোন এসেছিল ঝাড়খণ্ড থেকে। এই খুনের সঙ্গে ওই ফোনের কোনও সম্পর্ক রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

English summary
Strike called by TMC is success in protest of TMC leader’s murder. BJP is allegedly responsible for murder to their leader in Hoogli.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X