For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্ট্র্যান্ড রোডের অগ্নিকাণ্ড নিয়ে শুরু দড়ি টানাটানি, উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ কেন্দ্রের

Google Oneindia Bengali News

কলকাতার স্ট্র্যান্ড রোডের বহুতলে পূর্ব রেলের অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়েও দড়ি টানাটানি শুরু রাজ্য ও কেন্দ্রীয় সরকারের৷ রেলমন্ত্রকের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, বিল্ডিং-এর ম্যাপ চাওয়া হলেও তা দেয়নি রেল দফতর৷ ম্যাপ পাওয়া গেলে মৃত্যুর ঘটনা এড়ানো যেত বলে দাবি তাঁর৷ ঘটনাস্থলে রেলের কোনও আধিকারিক ছিলেন না বলেও তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী৷ ম্যাপ যে দেওয়া হয়নি, সেটা মেনে নিয়ে রেল জানিয়েছে, ম্যাপ সেই মুহূর্তে পাওয়া না-গেলেও রেলের আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন৷

অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু

অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু

দমকলের রাতভর চেষ্টার পর সকালের দিকে নিয়ন্ত্রণে এসেছে স্ট্র্যান্ড রোডের বহুতলের আগুন৷ যদিও আগুনের গ্রাসে চলে গিয়েছে ৯জনের জীবন৷ আগুন নেভাতে বহুতলে ঢুকে মৃত্যু হয়েছে দুজন রেলকর্মী, চারজন দমকলকর্মী ও হেয়ার স্ট্রিট থানার এএসআই-এর। রেলের অসহযোগিতার জন্যই মর্মান্তিক এই মৃত্যু এড়ানো সম্ভব হয়নি বলে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিল্ডিংয়ের ম্যাপ পেলে মৃত্যু এড়ানো যেত বলে রেলকে দুষেছেন তিনি৷

রাতেই ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রাতেই ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রাতেই ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দমকল মন্ত্রী সুজিত বসু ও কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র৷ আগুনে নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ এ ছাড়াও মৃতদের পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে বলে জানান তিনি৷ রেলের অসহযোগিতার জন্যই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

মমতার অভিযোগ, রেল মন্ত্রকের কোনও আধিকারিক ঘটনাস্থলে আসেননি

মমতার অভিযোগ, রেল মন্ত্রকের কোনও আধিকারিক ঘটনাস্থলে আসেননি

মমতার অভিযোগ, রেল মন্ত্রকের কোনও আধিকারিক খবর পাওয়ার পরও ঘটনাস্থলে আসেননি৷ তিনি বলেন, 'জায়গাটা রেলের৷ তাই রেলের আধিকারিকদের উপর দায়িত্ব বর্তায়৷' তাঁর আরও অভিযোগ, 'দমকল দফতর থেকে বহুতলের ম্যাপ চাওয়া হয়েছিল৷ কিন্তু রেলের তরফে কোনও সহযোগিতা করা হয়নি৷' মুখ্যমন্ত্রীর দাবি, বিল্ডিংয়ের প্ল্যানটা কাছে থাকলে দমকলকর্মীদের সুবিধা হত৷ তবে দুর্ঘটনা নিয়ে রাজনীতি করতে চান না বলেও উল্লেখ করেন মমতা৷

'রেলের আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন'

'রেলের আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন'

যদিও ইস্টার্ন রেলওয়ের জেনারেল ম্যানেজার মনোজ যোশীর দাবি, 'রেলের আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন৷ যেখানে যেটা প্রয়োজন তা মেটানোর চেষ্টা করা হচ্ছে৷ হতে পারে সঙ্গে সঙ্গে ম্যাপ দেওয়া সম্ভব হয়নি৷ তবে বহুতলের বিষয়ে গাইড করার জন্য রেলের আধিকারিকরা ঘটনাস্থলে ছিলেন৷' রাজ্য সরকার তদন্ত করলে রেলের তরফে সবরকম সাহায্য করা হবে বলে আশ্বাস দিয়েছেন ইস্টার্ন রেলওয়ের জেনারেল ম্যানেজার৷ অগ্নিকাণ্ডের পর উদ্ধারকাজ ও অন্যান্য ক্ষেত্রে রাজ্যের সঙ্গে সমন্বয় রক্ষা করে চলা হচ্ছে বলে দাবি করেছেন রেলমন্ত্রী পীযুষ গোয়েলও৷

উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ রেলমন্ত্রী পীযুষ গোয়েলের

উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ রেলমন্ত্রী পীযুষ গোয়েলের

অগ্নিকাণ্ডের কারণ জানতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল৷ তিনি আগুনে মৃতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি জানান, রেল দফতরের চার মূল বিভাগের প্রধানদের নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রক্ষা করেই পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি৷

English summary
Strand Road Fire: Central Govt orders probe as Mamata Banerjee accuses Railways for the accident
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X