For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের তাবেদারি ও মিডিয়াকে ভয় দেখানো বন্ধ করুন, রাজ্য পুলিশকে তোপ বিজেপির!

Google Oneindia Bengali News

কোটা থেকে ছাত্র ফিরিয়ে আনা প্রসঙ্গে জোর তরজা চলছে রাজ্য পুলিশ ও বিজেপির মধ্যে। ভিন রাজ্যে আটকে পড়া বাংলার ছাত্রদের ফিরিয়ে আনার ব্যবস্থা করে রাজ্য সরকার। প্রায় ২৪০০ ছাত্রকে কোটা থেকে বাসে করে ফিরিয়ে আনা হবে বলে জানায় রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে ২৭ এপ্রিল টুইট করে জানিয়েছেন, তিনি নিজে এই পুরো প্রক্রিয়ায় নজর রাখছেন।

কোটা থেকে ছাত্র ফেরানো নিয়ে সরকার-বিরোধী তরজা

কোটা থেকে ছাত্র ফেরানো নিয়ে সরকার-বিরোধী তরজা

এরপরই এক বাংলা পোর্টালের খবরকে উদ্ধৃত করে বিজেপি অভিযোগ আনে যে মাত্র তিনটি বাসে করে ৩০০০ ছাত্রকে কোটা থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এরপর শুরু হয় এই নিয়ে সরকার-বিরোধী তরজা।

বিজেপির টুইটকে ফেক বলে দাবি করে পুলিশ

বিজেপির টুইটকে ফেক বলে দাবি করে পুলিশ

বিজেপির করা টুইটটি ফেক বলে এদিন পশ্চিমবঙ্গ পুলিশের তরফে একটি টুইট করা হয়। ভুয়ো খবর ছড়ানো থেকে বিরত থাকতে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়। বিজেপির টুইটটিকে পাশে রেখে পশ্চিমবঙ্গ পুলিশের তরফে দাবি করা হয় যে কোটা থেকে ২৩৬৮ জন পড়ুয়াকে ফিরিয়ে আনতে ৯৫টি বাসের ব্যবস্থা করা হয়েছে।

পুলিশকে পাল্টা তোপ দাগে বিজেপি

পুলিশকে পাল্টা তোপ দাগে বিজেপি

এর পাল্টা দেয় বিজেপিও। পশ্চিমবঙ্গ পুলিশের টুইটির স্কিনশট নিয়ে বিজেপি ফের পোস্ট করে তা তাদের টুইটার হ্যান্ডেলে। পুলিশকে উদ্দেশ্য করে বিজেপির তরফে লেখা হয়, 'তৃণমূলের তাবেদারি বন্ধ করুন এবং প্রফেশনাল পুলিশ ফোর্সের মতো আচরণ করুন। আমাদের টুইটটি একটি মিডিয়া রিপোর্টকে উদ্ধৃত করে করা হয়েছিল। আপনারা 'আসল' তথ্য গোপন করবেন না। আমরা মিডিয়ার রিপোর্টের স্ক্রিনশট রেখে দিয়েছি। মানুষ ও মিডিয়াকে ভয় পাইয়ে খবর ধামাচাপা দেওয়া বন্ধ করুন।'

এর আগে বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছিল পুলিশ

এর আগে বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছিল পুলিশ

এর আগে বিজেপিকে উদ্দেশ্য করে রাজ্য পুলিশ টুইটে লিখেছিল, 'ভুয়ো খবর থেকে সাবধান। এরকম ধরনের কোনও ভুয়ো খবর ছড়াবেন না। তা ফরোয়ার্ড করবেন না। কোনও খবরের সত্যতা যাচাই না করে তার উপর বিশ্বাস করবেন না। ভুয়ো খবর ছড়ালে আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে।'

English summary
Stop being handiman of the TMC and terrorising media BJP tweets to WB Police
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X